ইউক্রেনের দুই শহর মারিউপোল ও ভলনোভাখায় যুদ্ধ বিরতি ঘোষণা রাশিয়ার
ইউক্রেনের দুটি শহরে (Russia-Ukraine War) সাড়ে পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতি (Temporary ceasefire) ঘোষণা করল রাশিয়া (Russia)। মারিউপোল (Mariupol) ও ভলনোভাখা (Volnovakha) থেকে সাধারণ নাগরিকরদের ইউক্রেন থেকে সরিয়ে আনার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন।
যুদ্ধের ১০ দিন কেটে গিয়েছে। প্রথমে মস্কোর তরফে আশ্বাস দেওয়া হয়েছিল হামলা চলবে, ইউক্রেনের সেনা ছাউনি লক্ষ করে। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। রুশ মিসাইল এবং হামলায় ইউক্রেনের একাধিক অট্টালিকা উড়ে গিয়েছে। প্তারান গিয়েছে অনেকের। তালিকায় রয়েছে একাধিক ভারতীয়ও। এই পরিস্থিতিতে যখন চাপ বাড়ছে আন্তর্জাতিক ক্ষেত্রে। তখন বিধ্বস্ত ইউক্রেন থেকে সাধারণ নাগরিকদের ফিরিয়ে আনতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। রাশিয়া আর ভারতের সময় পার্থক্য আড়াই ঘণ্টা। অর্থাৎ এখন ভারতীয় সময় সাড়ে বারোটা থেকে যুদ্ধবিরতি।
মারিউপোল (Mariupol) ও ভলনোভাখা (Volnovakha) দিয়ে হিউম্যান করিডোর (মানব রাস্তা) তৈরি করে আটকে পড়া ভিন দেশের পড়ুয়াদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। গত ৮-৯ দিন ধরে ধারাবাহিক হামলার ফলে আন্তর্জাতিক দুনিয়ার সামনে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মস্কোকে। সাধারণ মানুষের মৃত্যু হওয়ায় চাপ বেড়েছে পুতিন প্রশাসনের উপরেও। এই অবস্থায় আটকে পড়া নাগরিকদের নিরাপদে সরানোর ব্যবস্থা করতে যুদ্ধবিরতি ঘোষণা মস্কোর। কূটনৈতিক মহলের মত, আন্তর্জাতিক চাপের ফলেই কিছুটা সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা।