ভ্রমণ বিভাগে ফিরে যান

স্মার্টফোন না থাকলেও এবার করা যাবে UPI পেমেন্ট, জানুন কীভাবে

March 8, 2022 | 2 min read

স্মার্টফোন নেই আপনার কাছে? তারপরও ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসের (ইউপিআই) মাধ্যমে লেনদেন করতে পারবেন। আজ (মঙ্গলবার) থেকেই শুরু হতে চলেছে সেই পরিষেবা। আজ বেলা ১২ টায় ফিচার ফোনের জন্য সেই পরিষেবা চালু করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)

ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে টুইটারে জানানো হয়েছে, আজ বেলা ১২ টায় ফিচার ফোনের জন্য ইউপিআই পরিষেবা সূচনা করবেন গভর্নর শক্তিকান্ত দাস। (ছবিটি প্রতীকী)

ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে টুইটারে জানানো হয়েছে, আজ বেলা ১২ টায় ফিচার ফোনের জন্য ইউপিআই পরিষেবা সূচনা করবেন গভর্নর শক্তিকান্ত দাস। (ছবিটি প্রতীকী)

ফিচার ফোন কী? স্মার্টফোনের মতো হয় না ফিচার ফোন। সেই ফোনে শুধুমাত্র কল এবং মেসেজ করার মতো প্রাথমিক সুযোগ-সুবিধা থাকে। আরবিআইয়ের গভর্নরের দাবি, আরও বেশি মানুষকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় নিয়ে আনতে ফিচার ফোন ব্যবহারকারীদের মূলধারার ডিজিটাল লেনদেনের সুযোগ দিতে হবে ফিচার ফোন ব্যবহারকারীদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) 

ফিচার ফোন কী? স্মার্টফোনের মতো হয় না ফিচার ফোন। সেই ফোনে শুধুমাত্র কল এবং মেসেজ করার মতো প্রাথমিক সুযোগ-সুবিধা থাকে। আরবিআইয়ের গভর্নরের দাবি, আরও বেশি মানুষকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় নিয়ে আনতে ফিচার ফোন ব্যবহারকারীদের মূলধারার ডিজিটাল লেনদেনের সুযোগ দিতে হবে ফিচার ফোন ব্যবহারকারীদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) 

টেলিকম অথরিটি অফ ইন্ডিয়ার (ট্রাই) পরিসংখ্যান (২০২১ সালের অক্টোবর) অনুযায়ী, ভারতে ১১৮ কোটি মানুষ ফোন ব্যবহার করেন। তাঁদের মধ্যে একটি বড় অংশ এখনও ফিচার ফোন বা সাধারণ ফোন ব্যবহার করেন। গত বছর জুলাইয়ে Statista-র রিপোর্ট অনুযায়ী, ৭৪ কোটি মানুষের হাতে স্মার্টফোন আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

টেলিকম অথরিটি অফ ইন্ডিয়ার (ট্রাই) পরিসংখ্যান (২০২১ সালের অক্টোবর) অনুযায়ী, ভারতে ১১৮ কোটি মানুষ ফোন ব্যবহার করেন। তাঁদের মধ্যে একটি বড় অংশ এখনও ফিচার ফোন বা সাধারণ ফোন ব্যবহার করেন। গত বছর জুলাইয়ে Statista-র রিপোর্ট অনুযায়ী, ৭৪ কোটি মানুষের হাতে স্মার্টফোন আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

ফিচার ফোন ব্যবহারকারীরা সব ডিজিটাল পেমেন্ট পরিষেবা ব্যবহার করতে পারেন না। তবে তাঁদের হাতে ন্যাশনাল ইউনিফায়েড ইউএসএসডি প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ আছে। *99# কোডের মাধ্যমে তাঁরা সেই পরিষেবা ব্যবহার করতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

ফিচার ফোন ব্যবহারকারীরা সব ডিজিটাল পেমেন্ট পরিষেবা ব্যবহার করতে পারেন না। তবে তাঁদের হাতে ন্যাশনাল ইউনিফায়েড ইউএসএসডি প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ আছে। *99# কোডের মাধ্যমে তাঁরা সেই পরিষেবা ব্যবহার করতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

TwitterFacebookWhatsAppEmailShare

#upi payment, #Smartphone

আরো দেখুন