আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ভূতের মুখে রাম নাম! নারী দিবসে মহিলাদের সম্মানরক্ষার প্রতিশ্রুতি তালিবানদের

March 8, 2022 | 2 min read

ছবি: AP

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। মেয়েদের সম্মান জানাতে বিশ্ব জু়ড়ে এই দিনটি পালন করা হয়। আর সেই দিন উপলক্ষে পৃথিবীর সমস্ত নারীকে সম্মান জানিয়ে টুইট করল তালিবান (Taliban)। মঙ্গলবার টুইট করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে আফগানিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র আবদুল কাহার বালখি।

টুইটারে একটি পোস্টে আবদুল লিখেছে, ”কামনা করি ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সমস্ত নারীর জন্য শুভ হোক।” সেই সঙ্গে তালিবানের তরফে আরও বলা হয়েছে, আফগানিস্তানে চলতে থাকা দীর্ঘ যুদ্ধ মহিলাদের জন্য প্রচণ্ড ক্ষতিকর হিসেবে প্রতিপন্ন হয়েছে। সেই সঙ্গে তাদের প্রতিশ্রুতি, আগামী দিনে আফগানিস্তানের মহিলারা যাতে সম্মানজনক জীবনযান করতে পারেন, তা নিশ্চিত করবে তারা। তবে তা হবে ইসলামের রীতিনীতি এবং সংস্কার মেনে।

স্বাভাবিক ভাবেই তালিবানের মুখে এমন কথা শুনে অবাক সকলেই। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালিবানের আফগান শাসনের প্রথম জমানা হোক কিংবা গত আগস্ট থেকে শুরু হওয়া দ্বিতীয় জমানা- কাবুলিওয়ালার দেশে বারবার অসম্মানিত হতে হয়েছে মহিলাদের।
যদিও গত বছর কাবুল দখল করার পর তালিবান জানিয়েছিল, তারা বদলে গিয়েছে। এটা তালিবান ২.০। নতুন সময়ে দাঁড়িয়ে আফগান মহিলাদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তারা। তাদের এহেন কথায় সকলেই বিস্মিত ও সন্দিহান হয়েছিল। পরবর্তী সময়ে দেখা গিয়েছে, তালিবান রয়েছে তালিবানেই। নতুন করে ফতোয়া জারি করা হচ্ছে মহিলাদের বিরুদ্ধে।

তবে যেহেতু বাকি বিশ্বের সমালোচনার মুখে পড়তে হচ্ছে, তাই আপাতত ভাবমূর্তি শোধরাতে সচেষ্ট জেহাদিরা। আর সেই তালিবানের এই ধরনের বিবৃতি, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে গত শনিবারই জনসমক্ষে আত্মপ্রকাশ করে তালিবানের অভ্যন্তরীণ মন্ত্রকের শীর্ষ পদাধিকারী ও এফবিআইয়ের ‘ওয়ান্টেড’ তকমাভুক্ত জঙ্গি সিরাজুদ্দিন হাক্কানি। ২০০৮ সালে কাবুলের হোটেলে জঙ্গি হামলার মূল চক্রী এই জঙ্গি এতদিন গোপনেই ছিল। অবশেষে প্রকাশ্যে দেখা মিলল তার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Afghanistan, #Taliban

আরো দেখুন