আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ক্ষতিগ্রস্ত ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্র, ফের ভয়ানক দুর্ঘটনার আশঙ্কা!

March 9, 2022 | < 1 min read

সময় আর মাত্র ৪৮ ঘণ্টা৷ তারপরই বন্ধ হয়ে যেতে পারে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের (Chernobyl NPP) কুলিং সিস্টেম ৷ এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষতিগ্রস্ত ইলেক্ট্রিক্যাল গ্রিডের সংস্কার করা না হলে ছড়িয়ে পড়বে তেজস্ক্রিয় বিকিরণ৷ যা মানব সমাজকে ভয়ংকর বিপদের মুখে দাঁড় করিয়ে দেবে৷ বুধবার আশঙ্কা প্রকাশ করে এমনটাই জানিয়ে দিলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা (Ukraine’s Foreign Minister Dmytro Kuleba)৷ টুইট করে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাশিয়ার (Russia Ukraine Conflict) উপর চাপ সৃষ্টি করার আবেদন জানিয়েছেন৷ নইলে শুধু ইউক্রেন নয়, এর ফল গোটা ইউরোপ ভুগবে বলে সাবধান করে দেন৷

ইউক্রেনে সেনা অভিযানের পর চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের দখল নেয় রুশ বাহিনী৷ কিন্তু রুশ হানায় ক্ষতিগ্রস্ত হয় প্ল্যান্টটি৷ রাশিয়ার ওই বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরই গোটা বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়ে৷ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাতের পর সবচেয়ে বড় ভয় হল, ছড়িয়ে পড়তে পারে তেজস্ক্রিয় বিকিরণ৷ সেই আশঙ্কা এবার সত্যিই হতে চলেছে৷ ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা টুইট করে জানান, চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি ইলেক্ট্রিক্যাল গ্রিড সচল ছিল৷ সেটি এখন অচল হয়ে গিয়েছে৷ ডিজেল জেনারেটরের সাহায্যে আগামী ৪৮ ঘণ্টা চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি সচল রাখা যাবে৷ এরপরই বন্ধ হয়ে কুলিং সিস্টেম৷ আর সেটা হলেই তেজস্ক্রিয় বিকিরণ শুরু হবে৷

টুইটে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আবেদন জানান৷ লেখেন, রাশিয়াকে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়া হোক৷ এবং বিদ্যুৎ কেন্দ্রে সংস্কার করে বিদ্যুৎ উৎপাদন শুরুর অনুমতি দেওয়া হোক৷ নইলে পুতিনের এই বর্বরোচিত কাজ গোটা ইউরোপকে বিপদের মুখে ঠেলে দেবে৷ পুতিনকে অবিলম্বে থামানো দরকার৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Russia Ukraine Conflict, #Russia Ukraine Crisis, #Chernobyl Nuclear Power Plant, #russia ukraine war

আরো দেখুন