রাশিয়াকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করা হোক, দাবি জেলেনস্কির
‘যুদ্ধ নয়, পরিকল্পনা করেই ইউক্রেনের উপর হত্যালীলা চালাচ্ছে রাশিয়া। দয়া করে রাশিয়ার বিরুদ্ধে আরও বিধিনিষেধ চাপানো হোক। পাশাপাশি রাশিয়াকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করুন।’ ব্রিটিশ পার্লামেন্টে ভার্চুয়াল ভাষণে এমনই আবেদন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। সেই সঙ্গে রাশিয়াকে দমন করার জন্য ব্রিটেনের কাছে সাহায্যও প্রার্থনা করেছেন তিনি। অত্যন্ত আবেগপূর্ণ ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমরা হাল ছাড়ব না। হার মানব না। শেষ রক্ত বিন্দু দিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’ মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে ভার্চুয়াল ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও ছিলেন পার্লামেন্টে।
বরিসের দৃষ্টি আকর্ষণ করে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের আকাশপথ সুরক্ষিত রাখা জরুরি। তার জন্য প্রয়োজন রাশিয়ার বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ। দয়া করে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি বৃদ্ধি করুন। দেশটিকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন। ইউক্রেনের গৌরব মানে ব্রিটেনের গৌরব, এই মনোভব থেকেই রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিন।’ পাশাপাশি রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দেন জেলেনস্কি। এই মুহূর্তে