আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

১৪ বছরের সর্বাধিক বৃদ্ধি সত্ত্বেও আমেরিকায় ভারতের থেকে সস্তা পেট্রল!

March 12, 2022 | < 1 min read

যুদ্ধের ধাক্কায় আমেরিকায় জ্বালানি তেলের দাম ১৪ বছরে সর্বাধিক। কিন্তু তা সত্ত্বেও বিশ্বের ধনীতম দেশে পেট্রলের দাম ভারতের তুলনায় কম। ভারতের শহরগুলিতে পেট্রলের দাম কোথাও ৯০ তো কোথাও ১০০ টাকার বেশি। ভারতের মতো আমেরিকাতেও জ্বালানি তেলের দাম বিভিন্ন শহরের বিভিন্ন। সেখানে লিটারে নয়, গ্যাসোলিন (পেট্রল) বিক্রি হয় গ্যালনে। সর্বাধিক দাম বৃদ্ধির ফলে মার্কিন মুলুকে ১০ মার্চ গ্যালন প্রতি গ্যাসোলিনের দাম হয়েছে গড়ে ৪.৩১ ডলার (আনুমানিক ৩২৯ টাকা)। ভারতের বাজারমূল্যের বিচারে তা প্রতি লিটার ৮৬ টাকা ৯৭ পয়সা। এর আগে ২০০৮ সালের ১৭ জুলাই আমেরিকায় গ্যাসোলিনের সর্বোচ্চ দাম ছিল ৪.১১ ডলার। কিন্তু, বর্তমানে সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়া সত্ত্বেও সেখানে ভারতের তুলনায় পেট্রলের দর সস্তা।

যুদ্ধের ছায়ায় রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। কঠোর পদক্ষেপ নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশও। এই অবস্থায় পাল্টা হুমকি দিয়েছে রাশিয়াও। পশ্চিমের দেশগুলিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের হুঁশিয়ারি, তাঁর দেশকে সমস্যায় ফেললে ফল ভালো হবে না। এর জেরে বিশ্বজুড়ে সারের দাম হুড়মুড়িয়ে বাড়তে পারে। উল্লেখ্য, গোটা বিশ্বে রাশিয়া থেকেই সবচেয়ে বেশি খনিজ সার সরবরাহ করা হয়। অর্থাৎ, তেল সরবরাহে ধাক্কা লাগলে সার রপ্তানিতে লাগাম টানার হুমকি দিয়ে রাখলেন রুশ প্রেসিডেন্ট। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Petrol Price Hike, #USA

আরো দেখুন