আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

জটিলতার জেরে সাময়িকভাবে বন্ধ রাশিয়া-ইউক্রেন সমঝোতা বৈঠক

March 14, 2022 | < 1 min read

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চতুর্থ দফার সমঝোতা বৈঠকেও মিলল না সমাধানসূত্র। উল্টে কয়েকটি শর্ত নিয়ে জটিলতার জেরে সাময়িকভাবে বন্ধ রাখতে হল সমঝোতা বৈঠক। ১৫ মার্চ অবধি আলোচনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দু-পক্ষ। তার পর ফের আলোচনার শুরু হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক জানিয়েছেন, প্রতিনিধি দলের সদস্যরা কয়েকটি শর্তাবলী স্পষ্ট করার জন্য বিরতি নিয়েছেন।

আজ, অর্থাৎ ১৪ মার্চ সকালে ভিডিও কলের মাধ্যমে চতুর্থ দফার সমঝোতা বৈঠক শুরু হয় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। দীর্ঘ সময় যাবৎ দু-পক্ষের প্রতিনিধিদলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও কয়েকটি শর্ত নিয়ে জটিলতা সৃষ্টি হয়। সেকারণেই সিদ্ধান্ত হয়, আপাতত আলোচনা বন্ধ থাকবে। ওই শর্তগুলি নিয়ে দু-দেশের প্রতিনিধিরা সংশ্লিষ্ট সরকারের সঙ্গে আলোচনা করবেন। ১৫ মার্চের পরে সমঝোতা বৈঠক চালানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে তিনবার আলোচনার টেবিলে বসেছিল রাশিয়া-ইউক্রেন। ২৮ ফেব্রুয়ারি, ৩ মার্চ ও ৭ মার্চ বেলারুসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফার বৈঠক হয়। যদিও তিনটি বৈঠকের পরও মেলেনি কোনও সমাধানসূত্র। শুধুমাত্র কয়েকবার যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রাখে রাশিয়া। সেফ প্যাসেজও তৈরি করে দেয় ভিনদেশী নাগরিকদের জন্য। চতুর্থ দফার বৈঠক অবশ্য ভিডিয়ো কলের মাধ্যমে হবে বলে জানানো হয়। সেই মতো আজ সকালে বৈঠক শুরু হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#russia, #ukraine, #Peace talk

আরো দেখুন