রাজ্য বিভাগে ফিরে যান

সপ্তাহে পাঁচদিন ডাক্তারদের বাধ্যতামূলক ন্যূনতম ৪০ ঘণ্টা ডিউটি! নির্দেশিকা স্বাস্থ্যদপ্তরের

March 17, 2022 | 2 min read

সপ্তাহে কমপক্ষে পাঁচদিন ন্যূনতম ৪০ ঘণ্টা চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের হাসপাতালে ডিউটি বাধ্যতামূলক করল রাজ্য সরকার। চিকিৎসকদের সপ্তাহে ৪০ঘণ্টা ডিউটি টাইম আগে থেকেই ছিল। কিন্তু, সপ্তাহে ন্যূনতম পাঁচদিন হাসপাতালে হাজিরা দেওয়ার নিয়ম পালনে কড়াকড়ি ছিল না। যেকারণে অনেক ডাক্তার তিনদিনে ৪০ঘণ্টা সময়সীমার কোটা পূরণ করে প্র্যাকটিসের দিকে ঝুঁকতেন। নয়া নির্দেশিকায় বছর বছর ধরে চলে আসা সেই প্র্যাকটিস ঠেকানোর চেষ্টা হয়েছে। তাই হাসপাতালের আউটডোর, ইনডোর, ইমার্জেন্সি এবং ডায়াগনস্টিক সেন্টারের সামনে ডিউটি রোস্টার টাঙানো বাধ্যতামূলক। মেডিক্যাল অফিসার থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাপ্তাহিক ডিউটি টাইম ৪০ঘণ্টার বেশিও হতে পারে।

প্রসঙ্গত, গত ৯মার্চ রাজ্য স্বাস্থ্যদপ্তরের সচিব সাপ্তাহিক ডিউটি রোস্টার নিয়ে একটি নির্দেশিকা জারি করেছেন। তাতে বলা হয়েছে, প্রত্যেক হাসপাতাল সুপার সাপ্তাহিক ডিউটি রোস্টার বানিয়ে dutyroster.wb.hospital@gmail.com ওয়েবসাইটে পাঠাবেন। স্বাস্থ্যভবন থেকে এনিয়ে তদারকি করা হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, ডে শিফ্ট কিংবা ইভিনিং শিফ্টে একজন মেডিক্যাল অফিসারকে এককালীন আট ঘণ্টার বেশি ডিউটি টাইম দেওয়া যাবে না। নাইট শিফ্টে সেটা ১২ঘণ্টা হতে পারে। ইমার্জেন্সি বিভাগে সন্ধ্যা এবং রাত্রিকালীন শিফ্টে ন্যূনতম দু’জন মেডিক্যাল অফিসার থাকবেন। তাতে একজন অফিসার জরুরি বিভাগে ব্যস্ত থাকলে অন্যজন ‘অন কলে’ যেতে পারবেন। রাজ্য স্বাস্থ্যদপ্তর প্রত্যেক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে সাপ্তাহিক ডিউটি রোস্টার সংক্রান্ত ওই নির্দেশিকা পাঠিয়েছে। নির্দেশিকার সঙ্গে ডিউটি রোস্টার তৈরির সুবিধার জন্য মডেল বানিয়ে দেওয়া হয়েছে।

হাসপাতাল সুপারদের তৈরি করা ডিউটি রোস্টার ঠিকমতো কার্যকর হচ্ছে কি না, তানিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা নজরদারি রাখবেন। কোনও চিকিৎসক এক্ষেত্রে অসহযোগিতা করলে কিংবা নির্দেশ অমান্য করলে সিএমওএইচদের কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে।

ডিউটি রোস্টারের পাশাপাশি এবার থেকে রেফারের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করেছে স্বাস্থ্যভবন। কোনও রোগীকে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে রেফারের জন্য এবার থেকে দু’জন চিকিৎসকের মতামত প্রয়োজন। একইসঙ্গে হাসপাতাল সুপারের নজরেও বিষয়টি আনতে হবে। অর্থাৎ সুপার সহ তিনজন চিকিৎসকের সহমতের ভিত্তিতে এবার থেকে কোনও রোগীকে অন্য হাসপাতালে রেফার করা যাবে। কেন রেফার করা হল, সেটা রেজিস্টারে উল্লেখ করতে হবে। এর আগে রেফার করার ক্ষেত্রে একজন চিকিৎসক সিদ্ধান্ত নিতেন। সেই সিদ্ধান্তে বদল আনল স্বাস্থ্যভবন।

ডিউটি রোস্টারের বিষয়ে স্বাস্থ্যভবনের কড়াকড়ি নিয়ে চিকিৎসক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। চিকিৎসকদের একাংশের বক্তব্য, অনেক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের ৪০ঘণ্টার অনেক বেশি সময় ডিউটি দিতে হয়। অনেক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ইনডোর পরিষেবা আছে। ওইসব কেন্দ্রে মাত্র দু’জন করে চিকিৎসক। দু’জন চিকিৎসককে গোটা সপ্তাহ ডিউটি করতে হয়। যেমন, পাঁশকুড়া ব্লকের পূর্ব ইটারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ইনডোর চালু আছে। মাত্র দু’জন চিকিৎসক। সেখানে চিকিৎসকদের ৪০ঘণ্টার অনেক বেশি সময় দিতে হয়।

নন্দীগ্রাম স্বাস্থ্যজেলার সিএমওএইচ সৌম্য ষড়ঙ্গী বলেন, হাসপাতাল সুপাররা সাপ্তাহিক ডিউটি রোস্টার বানাবেন। সেটা স্বাস্থ্যভবনে ইমেল করতে হবে। পাশাপাশি হাসপাতালে গুরুত্বপূর্ণ জায়গায় টাঙাতে হবে। একজন চিকিৎসককে সপ্তাহে কমপক্ষে পাঁচদিন ন্যনূতম ৪০ঘণ্টা ডিউটি করতে হবে। ৪০ঘণ্টার বেশিও ডিউটি হতে পারে। রেফারের ক্ষেত্রেও দু’জন চিকিৎসককে সিদ্ধান্ত নিতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Health, #West Bengal, #doctors

আরো দেখুন