আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

বিস্ফোরণে কেঁপে উঠল পাকসেনা ঘাঁটি, সরকার বাঁচাতেই কী উত্তপ্ত পাকিস্তান?

March 20, 2022 | < 1 min read

রবিবারসরীয় সকালে বিস্ফোরণে কেঁপে উঠল পাকসেনা ঘাঁটি। জনৈক এক সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, উত্তর পাকিস্তানের শিয়ালকোটে আজ রবিবার ভয়াবহ বিস্ফোরণ হয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সেনা ক্যান্টনমেন্ট অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আরও কয়েকটি বেসরকারি সাংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, উত্তর পাকিস্তানের সেনা ঘাঁটিতেই একাধিক বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পাকসেনার মজুত রাখা অস্ত্রভান্ডারেই বিস্ফোরণ ঘটেছে। আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখা গিয়েছে। যদিও এর বিস্ফোরণের এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, পাকিস্তানের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি হল শিয়ালকোট ক্যান্টনমেন্ট। যা শহরের উপকণ্ঠে অবস্থিত। ১৮৫২ সালে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি এটি স্থাপন করেছিল।

বিভিন্ন মানুষ উক্ত বিস্ফোরণের ভিডিও দাবি করে; সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও পোস্ট করছেন। তাদের দাবি, ওই এলাকায় একাধিক বিস্ফোরণ ঘটেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ধূসর এবং কালো ধোঁয়া নির্গত হচ্ছে।

এই বিস্ফোরণ কান্ড এমন সময় ঘটল, যখন দেশের সরকার বাঁচানো নিয়ে ডামাডোলে চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রীতিমতো তার সরকার বাঁচাতে লড়াই করছেন। তার দলে অর্থাৎ পাকিস্তানের শাসক দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। পাকিস্তানের সংসদে ইমরান খানের সরকারের বিরুদ্ধে সেদেশের দুই বিরোধী দল অনাস্থা প্রস্তাব এনেছে।

৮ই মার্চ পাকিস্তান মুসলিম লীগ নাওয়াজ (PML-N) এবং পাকিস্তান পিপলস্ পার্টি (PPP)-এর ১০০জন সাংসদ পাকসংসদে (ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট) ইমরান খানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। এই দুই বিরোধী দলের দাবি, ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফ দলের সরকার পাকিস্তানের ক্রমবর্ধমান আর্থিক সংকট ও মন্দার জন্য দায়ী।

দেশের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতেই, সেনাছাউনিতে এমন বিস্ফোরণকান্ড ঘটায় অনেকেই ইঙ্গিতপূর্ণ সংশয় প্রকাশ করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#pakistan

আরো দেখুন