রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে নিরাপত্তা দিল রাজ্য সরকার

March 21, 2022 | 2 min read

বিজেপি সাংসদ (BJP MP) জগন্নাথ সরকারের উপর হামলার জের। তাঁর নিরাপত্তায় এগিয়ে এল রাজ্য সরকার। রানাঘাটের (Ranaghat) সাংসদের জন্য ২ জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। ‘সংবাদ প্রতিদিন’কে ফোনে এই খবর তিনি নিজেই জানিয়েছেন। এই ২ জন নিরাপত্তারক্ষী (Security) নিয়েই তিনি পরবর্তী কর্মসূচিগুলিতে যাবেন বলে জানা গিয়েছে। তাঁর উপর শনিবার বোমা হামলার অভিযোগ ওঠার পরই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এই হামলার প্রতিবাদে আগামী সপ্তাহে বিজেপি বিধানসভায় প্রতিবাদ জানাতে পারে বলে খবর।

শনিবার রাতে দলীয় কর্মী, সমর্থকদের নিয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি দেখে বাড়ি ফিরছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ। হরিণঘাটার কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি (Bombing) চলে বলে অভিযোগ। যদিও তিনি সুরক্ষিতই রয়েছেন। সাংসদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর উপর হামলা চালায়। এর আগেও অবশ্য সিনেমাহলে এই সিনেমার শো চলাকালীন কিছুক্ষণের জন্য ব্ল্যাকআউট হয়ে যাওয়া নিয়ে সরব হয়েছিলেন জগন্নাথ সরকার। অনলাইনে টিকিট কাটলেও তাঁকে প্রেক্ষাগৃহে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেসব ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি এখনও। তা নিয়ে ক্ষোভ বাড়ছে গেরুয়া শিবিরে।

এর আগে মার্চের শুরুতেই জগন্নাথ সরকারের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। চারজন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বরাদ্দ ছিল জগন্নাথ সরকারের জন্য। কিন্তু হঠাৎ করে তাঁর নিরাপত্তা তুলে নেওয়ার ঘটনায় গেরুয়া শিবিরের মধ্যেও জল্পনা শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) সঙ্গে দলের তরফে কথা বলা হচ্ছে। যাতে নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হয়। সেই অনুরোধ করা হচ্ছে। সুকান্তর দাবি, “নির্দিষ্ট সময় অন্তর অন্তর কেন্দ্র এই নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে। সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়।” ফলে এই মুহূর্তে তাঁর কোনও নিরাপত্তারক্ষীই ছিল না। এই অবস্থায় তাঁর উপর এই হামলার ঘটনায় নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার। ২ জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে জগন্নাথ সরকারের জন্য। 

এদিকে, তাঁর উপর হামলার ঘটনার প্রতিবাদে আজ দিনভর কলকাতা ও জেলায় প্রতিবাদ বিক্ষোভ দেখান বিজেপি কর্মী,সমর্থকরা। কলকাতাতেও পোস্টার, প্ল্যাকার্ড হাতে মিছিল চলে। বিধানসভায় বিজেপির মুখ্যসচেতক মনোজ টিগ্গা জানিয়েছেন, আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন শুরু হলে সেখানে সাংসদের উপর হামলার প্রতিবাদে শামিল হবেন বিধায়করা।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Jagannath Sarkar, #West Bengal Govt

আরো দেখুন