আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

প্রয়াত যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট

March 24, 2022 | < 1 min read

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে, বুধবার তাঁর পরিবার জানিয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ১৯৯৬ সালে অলব্রাইটকে আমেরিকার শীর্ষ কূটনীতিক হিসাবে বেছে নিয়েছিলেন এবং তিনি ক্লিন্টন প্রশাসনের শেষ চার বছর সেই পদে অধিষ্ঠিত ছিলেন। এর আগে, তিনি জাতিসংঘে ক্লিন্টনের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।


সেই সময়ে, তিনি ছিলেন যুক্তরাষ্ট্র সরকারের ইতিহাসে সর্বোচ্চ পদমর্যাদা সম্পন্ন প্রথম নারী । প্রাগের অধিবাসী হওয়ায়, তিনি আমেরিকান প্রেসিডেন্ট পদের জন্য যোগ্যতা পান নাই। তার পরিবার টুইটারে ঘোষণা করেছে, “তিনি পরিবার এবং বন্ধুদের দ্বারা বেষ্টিত ছিলেন। আমরা একজন স্নেহময়ী মা, দাদী, বোন, খালা এবং বন্ধুকে হারিয়েছি।”


২০১২ সালে, প্রেসিডেন্ট বারাক ওবামা অলব্রাইটকে স্বাধীনতা পদক প্রদান করেন, যা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান। পদক প্রদান অনুষ্ঠানে ওবামা বলেন, “তাঁর জীবন সব আমেরিকানের জন্য একটি অনুপ্রেরণা।”


অলব্রাইট ১৯৫৯ সালে আমেরিকার ওয়েলেসলি কলেজ থেকে স্নাতক হন। তিনি একজন সাংবাদিক হিসাবেও কাজ করেন। পরে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করেন, এবং সেখান থেকে তিনি ১৯৬৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি এবং পরে ১৯৭৬ সালে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন।
তিনি কার্টার প্রশাসনের সময় ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে কাজ করেন এবং ক্লিন্টনের নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের বৈদেশিক নীতি সম্পর্কে পরামর্শ দিয়েছিলেন। ক্লিন্টন তাঁকে ১৯৯৩ সালে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছিলেন।
অলব্রাইট বেশ কিছু বইও লিখেছেন। তিনি ১৯৫৯ সালে শিকাগোর মেডিল-প্যাটারসন সংবাদপত্র পরিবারের উত্তরসুরি সাংবাদিক জোসেফ অলব্রাইটকে বিয়ে করেন। তাদের তিনটি কন্যা রয়েছে । ১৯৮৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#USA, #madeleine albright, #state secretary, #RIP

আরো দেখুন