দেশ বিভাগে ফিরে যান

আগামীকাল থেকে দুদিনের ভারত বনধ, জেনে নিন কী কী বন্ধ থাকবে

March 27, 2022 | 2 min read

বামেদের ডাকে ভারত বন্ধ। আগামী ২৮ এবং ২৯ মার্চ অর্থাৎ সোম ও মঙ্গলবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। মোদী সরকারের ‘জনবিরোধী’, ‘শ্রমিক বিরোধী’ এবং ‘দেশ বিরোধী ধ্বংসাত্মক নীতির’ বিরুদ্ধে বনধের ডাক বামেদের। ‘জনগণকে বাঁচাও এবং জাতিকে বাঁচাও’ শীর্ষক কর্মসূচি নিয়ে ১২ দফা দাবিতে দু’দিন ব্যাপী সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে।

আগামীকাল বামেদের ডাকা বনধ নিয়ে সমালোচনায় সরব শাসকদল। ‘কর্মনাশা বনধ’ বটে আক্রমণও করা হয়েছে এই সিদ্ধান্তকে। পাশাপাশি, বনধের দিন সমস্ত কিছু সচল থাকবে বলেও মত শাসকদলের কর্মীদের। ট্রেন ইউনিয়নগুলির পাশাপাশি এই দুই দিন সংযুক্ত কিষাণ মোর্চা এই ধর্মঘটের সমর্থনে গ্রাম বনধের ডাকও দিয়েছে। পশ্চিমবঙ্গেও এই ধর্মঘটকে সফল করতে শ্রমিক ও কর্মচারী সংগঠনগুলি প্রস্তুতি শুরু করেছে বলে খবর। রাজ্য সরকারের তরফে প্রতিবারের মতো এবারও বনধে অফিস না এলে কর্মীদের বেতন কাটার সঙ্গে সঙ্গে কর্মদিবস থেকে একদিন কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

একইসঙ্গে প্রশাসনের তরফে কড়া হুঁশিয়ারি, জোর করে বনধ করানোর চেষ্টা করা হলে যথাযথ ব্যবস্থা নেবে পুলিশ। কেউ কোথাও গোলমাল বাঁধানোর চেষ্টা করলে বা বাধা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গিয়েছে, দুদিনের এই ভারত বনধে কেরালা হাইকোর্টের নিষেধ সত্ত্বেও সামিল হবে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের (Bharat Petroleum Corporation Limited) পাঁচটি ট্রেড ইউনিয়ন। সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে ব্যাঙ্কিং সেক্টরে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন ( All India Bank Employees Association) জানিয়েছে, তাদের সমস্ত কর্মচারীরা বনধে যোগ দেবে। বীমা কর্মীদের ইউনিয়নের তরফ থেকেও জানানো হয়েছে তারা এই বনধকে সমর্থন করছে।

হরিয়ানা, চন্ডীগড়ের ক্ষেত্রে বিদ্যুৎ, রাস্তা এবং পরিবহন দফতরের সমস্ত কর্মীরা বনধকে সমর্থন জানাচ্ছে বলে জানা গিয়েছে। এছাড়া কয়লা, স্টিল, তেল, টেলিকম, ডাকবিভাগ, আয়কর এবং তামা শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরাও এই বনধে অংশ নিচ্ছেন। রেলওয়ে এবং প্রতিরক্ষায় যুক্ত কর্মীরাও আংশিকভাবে এই বনধকে সমর্থন জানাচ্ছে বলে খবর। বনধে আছে INTUC, AIUTUC, TUCC, AITUC, HMS, CITU, SEWA, AICCTU, LPF and UTUC ট্রেন ইউনিয়নরা।

এর আগে কৃষকদের ৫ দফা দাবি সহ ১২ দফা দাবিতে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল CITU সংগঠন। ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের জেলা কনভেনশনও হয়। এই ধর্মঘটের স্লোগানও ছিল, ‘দেশ বাঁচাও, জনগণ বাঁচাও।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Bharat Bandh, #Left Front

আরো দেখুন