আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

বাঙ্কারে আশ্রয় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির, দিনে ঘুমোচ্ছেন মাত্র দু ঘণ্টা

April 3, 2022 | < 1 min read

রাশিয়ার ইউক্রেন আক্রমণ শুরুর পর পাঁচ সপ্তাহ অতিক্রান্ত। ভগ্নস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখান থেকেই দেশ ও পরিবারের খোঁজ খবর রাখছেন। সংবাদমাধ্যমের বদান্যতায় সামনে এসেছে জেলেনস্কির বাঙ্কার-জীবন। বাঙ্কার নিরাপদ হলেও নিদ্রাহীনতা রোগ পেয়ে বসেছে প্রেসিডেন্টকে। দিনে মাত্র দু’ঘণ্টা ঘুমোন তিনি। তবে তিন-চারদিন অন্তর তিনি বাইরে বেরন। খোঁজ নেন দেশবাসীর ও পরিবারের। সূত্রের খবর, রাজধানী কিভেই লুকিয়ে রয়েছেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। তাঁদের সঙ্গে প্রেসিডেন্টের দেখা হয় কি না, তা নিশ্চিত নয়।


গত সপ্তাহে পাঁচ রুশ সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। শর্ত ছিল একটাই, কোনওরকম এডিটিং ছাড়াই তা প্রকাশ করতে হবে। আরও একটি শর্তও অবশ্য দিয়েছিলেন, কোনও প্রশ্নের উত্তর হ্যাঁ বা না’তে দেবেন না। কারণ, মনের কথা প্রকাশ করতে চান। তাঁর এই সাক্ষাৎকার বহু রাশিয়ানেরও মন জয় করে নিয়েছে। অন্ধকারে কোণঠাসা হয়েও যেভাবে তিনি মানবিক রীতিনীতি বজায় রেখে কথা বলেছেন, তাকে কুর্নিশ জানিয়েছেন তাঁরা। চারিদিকে ধ্বংসস্তূপ দেখেও যেভাবে ইউক্রেনীয় সেনা লড়াই করছে, তার তারিফ করেছেন জেলেনস্কি। রাশিয়া অস্ত্র সংবরণের ডাক দিলেও ইউক্রেনীয় সেনা লড়াই করছে। জেলেনস্কির কথায়, ‘এই সেনাদের সঙ্গে আমি কথা বলেছি। আমি সময় বার করে তাঁদের সঙ্গে কথা বলেছি। এটা গুরুত্বপূর্ণ। তাঁদের বলেছি, আমরা আবার ফিরব।’ মারিউপোল, ভলনোভাকার পতন হয়েছে। সেখানকার নিত্যদিনের ভেঙে পড়া ইমারতের ছবি দেখা যাচ্ছে। জেলেনস্কি বলছেন, কেবল ছবি দেখে ক্ষতি বিচার করা যাবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Vlodomyr Zelensky, #Ukraine-Russia Conflict, #Ukraine Russia, #bunker

আরো দেখুন