আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

বিশ্বজুড়ে জোরালো হচ্ছে পুতিনকে গ্রেপ্তারের দাবি, রুশ রাষ্ট্রপতির ভবিষ্যত কী?

April 3, 2022 | < 1 min read

ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রাক্তন প্রধান প্রসিকিউটর।

জাতিসঙ্ঘের যুদ্ধাপরাধ বিষয়ক ট্রাইব্যুনালের প্রাক্তন এই প্রধান প্রসিকিউটরের নাম কার্লা দেল পন্টে। পুতিনকে গ্রেপ্তারে দ্রুত পরোয়ানা জারির জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। কার্লা দেল পন্টে বলেন, পুতিন ও অন্য রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা উচিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Vladimir Putin, #ukraine, #russia ukraine war, #russia

আরো দেখুন