দেশ বিভাগে ফিরে যান

সঙ্কটে প্রাণ বাঁচায় রক্ত, সেই পরিষেবাও এখন কর্পোরেট হাতে, সৌজন্যে মোদী সরকার

April 4, 2022 | < 1 min read

এয়ার ইন্ডিয়ার পর এবার কি জীবনদায়ী রক্ত পরিষেবাও ধীরে ধীরে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে মোদী সরকার? প্রশ্রয় দিতে চাইছে টাকার বিনিময়ে জীবনদায়ী রক্ত কেনাবেচাকে? খোদ কেন্দ্রীয় সরকারের রিপোর্ট কিন্তু ঠারেঠোরে সেই কথাই বলছে। মোদী জমানায় দেশে প্রাইভেট ব্লাড ব্যাঙ্কের রমরমা বেড়েই চলেছে। সংখ্যায় এখন তা সরকারি ব্লাড ব্যাঙ্কের দ্বিগুণ হয়ে গিয়েছে।


ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার ২০২১ সালের ডিসেম্বর মাসের সর্বশেষ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দেশে বর্তমানে ৩৭৮২টি ব্লাড ব্যাঙ্ক আছে। তার মধ্যে সরকারি ব্লাডের সংখ্যা হল মাত্র ১২৪১টি। ২৫৪১টি ব্লাড ব্যাঙ্কই হয় বেসরকারি, নয়তো নানান ট্রাস্ট পরিচালিত। এর মধ্যেই রয়েছে রোটারি, লায়ন্স মিলিয়ে প্রায় ১২০টি ও রেডক্রসের ৯৬টি ব্লাড ব্যাঙ্ক। সেগুলি যদি প্রাইভেটের তালিকা থেকে বাদও দেওয়া হয়, তা হলেও বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সংখ্যা সরকারের প্রায় দ্বিগুণ!

উল্লেখযোগ্য বিষয় হল, দেশে প্রাইভেট ব্লাড ব্যাঙ্কের সংখ্যা যেসব রাজ্যে সবচেয়ে বেশি, সেই তালিকায় সর্বাগ্রে রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ (৩০৮)। ওই তালিকায় প্রথম সারিতে রয়েছে কর্ণাটক (২২৫), গুজরাত (১৪৯)। উল্লেখ্য, সবই বিজেপি শাসিত রাজ্য। রাজ্য তথা দেশে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা ফেডারেশন অব ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অব ইন্ডিয়ার মহাসচিব অপূর্ব ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকারের একাধিক বৈঠকে বারবার বলেছি, দেশে রক্তের মতো জরুরি পরিষেবায় কর্পোরেটদের থাবা ক্রমশ চওড়া হচ্ছে। রোগীদের জন্য নিরাপদ রক্ত তুলে দিচ্ছে, এই দোহাই পেড়ে ওরা ইচ্ছামতো চার্জ করেই যাচ্ছে। কেউ আটকানোর নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#blood, #blood bank, #Narendra Modi

আরো দেখুন