বিনোদন বিভাগে ফিরে যান

ইতিহাসে প্রথম! গ্র্যামি জয় পাক মহিলার, কোন গানের জন্য?

April 4, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: PitchFork

আরুজ আফতাব জিতে নিলেন তাঁর জীবনের প্রথম গ্র্যামি। তাঁর ‘মোহাব্বত’ উপস্থাপনা ছাপ ছেড়ে গেল বিশ্বমঞ্চে। Best Global Music Performance ক্যাটাগরিতে ২০২২ সালে গ্র্যামি জিতলেন তিনি। পাকিস্তানের এই সুরকার, বর্তমানে নিউ ইয়র্কের বাসিন্দার জয়ে গর্ব অনুভব করছে এশীয় দেশগুলো। পাকিস্তান থেকে প্রথম কোনও মহিলা এই সম্মান পেলেন

‘আমার মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। আমার তো এখনও মনে হচ্ছে এই ক্যাটাগরিটাই একটু কাণ্ডজ্ঞানহীন। আমার তো মনে হয় এটাকে ‘ইয়াচ পার্টি ক্যাটাগরি’ বলা উচিত। যাই হোক সকলকে ধন্যবাদ যাঁরা আমাকে এই রেকর্ডিংটা করতে সাহায্য করেছেন। যাঁরা শুনেছেন তাঁদেরও ধন্যবাদ এটাকে আপন করে নেওয়ার জন্য।’

পাকিস্তানের বাসিন্দা মা-বাবার ঘরে সৌদি আরবে জন্ম হয় আরুজ আফতাবের। এরপর লাহোরে বেড়ে ওঠা। তারপর বোস্টনের খ্যাতনামা বার্কলি স্কুল অফ মিউজিকে মিউজিক্যাল প্রোডাকশন আর ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেন। তারপর ২০১৪ সালে আসে প্রথম মিউজিক অ্যালবাম ‘বার্ড আন্ডার ওয়াটার’। আপাতত তিনি নিউ ইয়র্কে থাকেন। সেখানে একাধিক লাইভ পারফরমেন্স করে মঞ্চ কাঁপিয়েছেন।

একইসথে আরুজ এবছর নমিনেটেড ছিলেন Best New Artist ক্যাটাগরির জন্যও। যদিও সেই বিভাগে জয় হয় অলিভিয়া রোডরিগো-র।

মাহিরা খান সোশ্যাল মিডিয়ায় আরুজের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘খুব খুব গর্বিত। আরও জ্বলজ্বল করো তুমি ক্রেজি স্টার।’ ৩৭ বছরের এই কন্যের জয়ে খুশি পাকিস্তানের বিনোদন দুনিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#Singer, #Grammy Award, #Arooj aftab

আরো দেখুন