দেশ বিভাগে ফিরে যান

ইডি কত তল্লাশি চালিয়েছে? আজ সংসদে প্রশ্ন করবেন মালা, চাপে মোদী সরকার

April 4, 2022 | < 1 min read

সিবিআই-ইডি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে মিথ্যে নয়, মোদী সরকারের থেকেই সেই জবাব আদায় করতে মরিয়া তৃণমূল। তাই রাজনৈতিক আক্রমণের পাশাপাশি বিজেপিকে কোণঠাসা করতে নয়া কৌশল নিল সংসদে তৃতীয় বৃহত্তম দল। ইডির তল্লাশি সংক্রান্ত প্রশ্ন সামনে রেখে জবাব চাওয়া হয়েছে সরকারের কাছে। তৃণমূল সাংসদ মালা রায়ের এই প্রশ্নে আজ, সোমবার কেন্দ্র কী লিখিত জবাব দেবে, তা নিয়ে চরম কৌতূহল জাতীয় রাজনীতিতে।

মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই অভিযোগ করেন, ভোট এলেই বিরোধীদের পিছনে কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে দেয় বিজেপি। কেন্দ্রে ক্ষমতায় থাকার সুবাদে সরকারি তদন্তকারী সংস্থাকে রাজনৈতিকভাবেই কাজে লাগানো হচ্ছে। এই অভিযোগ যে একেবারে ঠুনকো নয়, তা কার্যত স্বীকার করে নিয়েছে মোদী সরকার। সম্প্রতি সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং লিখিতভাবে জানিয়েছিলেন, বিভিন্ন রাজ্যে নির্বাচনবিধি লাগু হয়ে যাওয়ার পর সিবিআই তল্লাশির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত তিন বছরের পরিসংখ্যান দিয়ে বলা হয়েছিল, ২০১৯ সালে ১,৬৪৯টি, ২০২০-তে ১,৪৩৮টি এবং ২০২১ সালে ২,০৪১টি তল্লাশি অভিযান করেছে সিবিআই। মন্ত্রীর যুক্তি ছিল, সিআরপিসি’র নিয়ম মেনেই সবক’টি অভিযান হয়েছে। কিন্তু ভোট এলেই কেন বিরোধী নেতা-নেত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি তৎপর হয়ে ওঠে, সেই প্রশ্নই তুলছে তৃণমূল। মালা রায় অর্থমন্ত্রকের কাছে লিখিতভাবে জানতে চেয়েছেন, ভোটমুখী রাজ্যে বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ইডির তল্লাশির সংখ্যা কত? ২০১৪ সালের পর থেকে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা ইস্তক বিরোধী নেতা-নেত্রীদের বিরুদ্ধে এ ধরনের কত তল্লাশি হয়েছে, সেই উত্তরও চাওয়া হয়েছে। কী জানাবে মোদী সরকার, সেদিকেই তাকিয়ে তাবৎ বিরোধীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mala Roy, #Parliament, #bjp, #tmc

আরো দেখুন