বিনোদন বিভাগে ফিরে যান

বক্স অফিস কাঁপিয়ে চলেছে ‘ট্রিপল আর’, এখনও পর্যন্ত ব্যবসা করল ৮০০ কোটি

April 4, 2022 | 2 min read

বক্স অফিসে সুপার-ডুপার হিট ছবির সাফল্য অপ্রতিরোধ্য। বাহুবলী খ্যাত পরিচালক রাজমৌলির এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুই সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআর। ছবিটি গত ২৫ মার্চ মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই ছবিটি দর্শক সমালোচকদের প্রশংসা শুধু ফুরাচ্ছে না প্রতিদিনই বক্সঅফিসে আনছে নতুন সুনামি। তথ্য অনুযায়ী সারাবিশ্বে বক্সঅফিসে ‘ট্রিপল আর’ বাজিমাত করছে। একটি জনপ্রিয় ইংরেজি ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় সপ্তাহতে ছবিটি বক্স অফিসে নতুন করে ঝড় তুলেছে। ভারতীয় সমস্ত ছবির রেকর্ড ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’। ট্রেড রিপোর্ট অনুযায়ী ছবিটি সারা বিশ্বে এ পর্যন্ত ৮০০ কোটির ক্লাব অতিক্রম করেছে। যা ভারতীয় ছবির ইতিহাসে বিস্ময়। ছবি মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড়ের ধারাবাহিকতা এখনো অব্যাহত। প্রসঙ্গত,কমারাস ভীমা ও আলুরি সীতারাম রাজু নামের দুই বীরযোদ্ধাকে নিয়ে এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। সুপার ডুপার হিট ট্রিপল ছবির এই নেপথ্য হিরোরা যে দর্শকদের এমনভাবে মন জয় করবেন তা দেখে চলচ্চিত্রকে বিশেষজ্ঞরা বিস্মিত। এই দুই বীর যোদ্ধার চরিত্রের অভিনেতা রামচরণ ও জুনিয়র এনটিআর। এরা ছাড়াও এই ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বলিউডের আলিয়া ভাট, অজয় দেবগন। এছাড়াও হলিউডের রে স্টেভেনশন, অলিভিয়া মরিস প্রমূখ রয়েছেন এ ছবিতে।

Pic courtesy: Twitter

৪৫০ কোটি টাকা বাজেটের এই ছবি হিন্দি সহ বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে। ‘ট্রিপল আর’ অর্থাৎ ‘রুদ্রম- রণম- রুধিরাম’ মুক্তির পর থেকে শুধু বক্স অফিসে ঝড় তোলা নয় একের পর এক রেকর্ড গড়ে চলেছে। এই ছবির চূড়ান্ত সাফল্যের পর ছবির দুই কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা বলিউডেও নতুন চমক আনতে চলেছেন। বেশ কিছুদিন ধরেই বক্সঅফিসে দক্ষিণী ছবির বাড়বাড়ন্ত চলছে। এককথায় একের পর এক দক্ষিণী ছবি বক্স অফিসে জোয়ার এনেছে। কিন্তু ‘ট্রিপল আর’ ছবি সে সমস্ত কিছুকে পেছনে ফেলে দিয়েছে। সাম্প্রতিক পুরনো পরিসংখ্যান বলছে দক্ষিণী ছবির বক্স অফিস সাফল্য সত্বেও ছবিগুলির হিন্দি ভার্সনের আয় কিন্তু খুব একটা আশাতিত ছিল না। এমনকি সুপারস্টার প্রভাস অভিনীত সাম্প্রতিক জনপ্রিয়-ব্যবসাসফল ছবি রাধেশ্যাম এর হিন্দি ভার্সন এর বক্স অফিস আয় অনেকেই হতবাক করেছে। সে দিক থেকে দেখতে গেলে রাজমহল এই নতুন ছবি ‘ট্রিপল আর’যেমন সমগ্র পৃথিবীতে বক্সঅফিসে সুনামি এনেছে তেমনই এই ছবির হিন্দি ভার্সনের আয় সকলকে তাক লাগিয়ে দিয়েছে। মাত্র প্রথম পাঁচ দিনে ছবি হিন্দি ভার্সন থেকে আয় হয়েছে ১০৭.৫৯ কোটি টাকা। যা দক্ষিণী ছবির ক্ষেত্রে এক বিস্ময়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ram Charan, #RRR, #Jr NTR, #box office

আরো দেখুন