কলকাতা বিভাগে ফিরে যান

তৃণমূল দরজা খুলে দিলে বাংলায় বিজেপি দলটাই উঠে যাবে, বালিগঞ্জে বিস্ফোরক অভিষেক

April 7, 2022 | < 1 min read

বিধানসভা ভোটে ভরাডুবির পরে রাজ্য বিজেপি-র নেতাদের দলত্যাগের হিড়িক নিয়ে খোঁচা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়ের প্রচারে গিয়ে বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘অনেকেই বিজেপি ছেড়ে আমাদের দলে আসতে চাইছেন। তৃণমূল দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে।’’

বিজেপি গণতান্ত্রিক ভাবে নির্বাচনে লড়তে পারে না বলেই ইডি, সিবিআইয়ের ভয় দেখিয়ে বিরোধী দলের নেতাদের হেনস্থা করতে চাইছে বলেও প্রচারে অভিযোগ করেছেন অভিষেক। এ রাজ্যে সিপিএম এবং কংগ্রেস বিজেপি-র কাছে বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ তুলে তাঁর মন্তব্য, ‘‘ইডি-সিবিআইয়ের পাশে সিপিএম-কংগ্রেস এখন জগাই-মাধাই।’’

বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল বিজেপি ছেড়ে জোড়াফুল শিবিরে শামিল হওয়া প্রসঙ্গে অভিষেকের মন্তব্য, ‘‘বাবুল সুপ্রিয় জয় শ্রীরামের রাজনীতি ছেড়ে জয় বাংলার রাজনীতিতে শামিল হয়েছেন।’’ সেই সঙ্গে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর বাবা শিশিরের দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘‘বাবুল সুপ্রিয় আসানসোল কেন্দ্রের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি-তে যোগ দিয়েছেন। আর যাঁকে তোয়ালে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছিল, তাঁর বাবা দল ছেড়েও সাংসদ পদ আঁকড়ে রেখেছেন।’’

উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে জিতে বিজেপি তেলের দাম বাড়িয়েছে বলেও অভিযোগ করেছেন অভিষেক। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইল‌্স’-এর নাম না করে তিনি বলেন, ‘‘ওরা সিনেমার উপর কর মকুব করেছে, ওষুধের দাম বাড়িয়েছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #abhishek banerjee, #tmc, #Babul Supriyo, #By Election, #Ballygunge

আরো দেখুন