কলকাতা বিভাগে ফিরে যান

অ্যাপ ক্যাবে নিতে হবে পুরনো ভাড়াই, নির্দেশ দিল নবান্ন

April 7, 2022 | 2 min read

যেমন কথা, তেমন কাজ। অ্যাপ ক্যাব সংস্থাগুলির ‘জুলুমবাজি’ রুখতে এবার আরও কড়া হচ্ছে রাজ্য সরকার। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, পুরনো ভাড়াই নিতে হবে। শুধু তাই নয়, অ্যাপ ক্যাবে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হচ্ছে। তীব্র গরমে এসি চালানো নিয়ে যাত্রী ও চালকদের নিত‌্যকার সংঘাত মেটাতে পদক্ষপে নিচ্ছে রাজ্য। ভাবনা-চিন্তা চলছে এসি এবং নন এসি ক্যাবের পৃথক ভাড়ার প্রস্তাব নিয়ে। বৃহস্পতিবার বেসরকারি কয়েকটি অ্যাপ ক্যাব সংস্থার শীর্ষ কর্তা এবং চালক সংগঠনের প্রতিনিধিদের তলব করেছিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। সেই বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সরকারের অনুমতি ছাড়া এক পয়সাও ভাড়া বৃদ্ধি করতে পারবে না সংস্থাগুলি।

বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানান, সম্প্রতি অ্যাপ ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে ১২ শতাংশ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আসছে। রাজ্য সরকার এটা কোনওমতেই মেনে নেবে না। এদিন ক্যাব সংস্থাগুলিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, বাড়তি ভাড়া নেওয়া যাবে না। একইসঙ্গে অ্যাপ ক্যাবের কিলোমিটার প্রতি ভাড়া স্থির করতে একটি হাইপাওয়ার কমিটি গঠনের কথাও জানান তিনি। বর্তমানে তীব্র গরমে এসি চালানো নিয়ে প্রতিদিনই যাত্রীদের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন অ্যাপ ক্যাব চালকরা। জানা গিয়েছে, সেই সমস্যা মেটাতে আগামী দিনে অ্যাপ ক্যাব সংস্থার গাড়িতে এসি এবং নন-এসি অপশন থাকবে। যাত্রীরা ইচ্ছামতো বিকল্প বেছে নিতে পারবেন। সেক্ষেত্রে নন-এসি’র তুলনায় এসি ক্যাবের কিলোমিটার প্রতি ভাড়া বেশি পড়বে। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘এই প্রস্তাব আমাদের কাছে এসেছে। বিভাগীয় কর্তারা বিষয়টি কয়েকদিনের মধ্যে চূড়ান্ত করবেন।’ 

রাজ্যজুড়ে অ্যাব ক্যাব নিয়ন্ত্রণে গত ৩ মার্চ নয়া গাইডলাইন জারি করেছে পরিবহণ দপ্তর। যাত্রীবান্ধব এই নয়া বিধি আগামী দিনে রাজ্যজুড়ে কার্যকর হতে চলেছে। নয়া বিধি অনুযায়ী চালু যাবতীয় অ্যাপ ক্যাব নির্ভর গাড়িগুলিকে বাধ্যতামূলকভাবে ‘লাইসেন্স’ নিতে হবে। ইতিমধ্যেই গাইডলাইন প্রকাশের দু’মাসের মধ্যে এই রক্ষাকবচ নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পরিবহণ দপ্তরের জারি করা যাবতীয় শর্ত পূরণের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩ মে। তারপর থেকেই এই ধরনের গাড়িতে কড়া নজরদারি শুরু হবে। সেটাও এদিন স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী। ক্যাব চালকদের আর্থ-সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করার একাধিক শর্ত রয়েছে ওই বিধিতে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য, চালকদের জন্য ৫ লক্ষ টাকার বিমা। সেটা ক্যাব সংস্থাগুলির দায়িত্বের মধ্যে পড়বে। সংস্থাগুলি বাড়তি মুনাফা লুটলেও চালকদের কাছে তার কানাকড়ি পৌঁছয় না বলে এদিন অভিযোগ করেছে একাধিক সংগঠন। অনলাইন ক্যাব অপারেটার্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সম্প্রতি ক্যাব সংস্থাগুলি ১২ শতাংশ ভাড়া বৃদ্ধি করেছে। কিন্তু চালকরা বর্ধিত ভাড়ার এক পয়সাও পাচ্ছেন না। কমিশন বাবদ প্রায় সবটাই কেটে নিচ্ছে সংস্থাগুলি।’ তাদের তরফে এদিন ১২ দফা দাবি পেশ করা হয়েছে। মন্ত্রী সেব্যাপারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে দাবি ইন্দ্রনীলবাবুর। অন্যদিকে, অ্যাপ ক্যাব সংস্থার ভারত-বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্তা সরকারের সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।এই মুহূর্তে

TwitterFacebookWhatsAppEmailShare

#App Cab, #Fare

আরো দেখুন