রাজ্য বিভাগে ফিরে যান

ফের করোনায় মৃত্যহীন রাজ্য, গত ২৪ ঘন্টায় সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ

April 11, 2022 | < 1 min read

করোনার আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে বাংলা। দীর্ঘদিন পর খুলেছে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলি। চৈত্র সেলে কলকাতা-সহ জেলাগুলির প্রতিটি বাজারেই উপচে পড়া ভিড়। তবে টিকাকরণে জোর দিয়ে আপাতত নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। রাজ্যের পরিসংখ্যান অন্তত সে কথাই বলছে।

সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৩ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৬৯৫ জন। তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৩৩ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ৫৮ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার বেড়ে ৯৮.৯৩ শতাংশ। করোনার দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ০.২১ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ৩৯৪ জন। হাসপাতালে ভরতি ৪৩ জন করোনা আক্রান্ত।

তবে করোনাযে সম্পূর্ণ বিদায় নেয়নি, তা বারবার মনে করিয়ে দিচ্ছে কেন্দ্র। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারের মতো নিয়মগুলি পালনের কথা নতুন করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই মধ্যে নয়া আতঙ্ক হয়ে উঠেছে এক্সই ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই গুজরাটে হানা দিয়েছে এই স্ট্রেন। তবে এর মধ্যে স্বস্তি দিচ্ছে কমতে থাকা মৃত্যুহার। গত ২৪ ঘণ্টায় যেমন রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। এই নিয়ে টানা ১৩ দিন মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি ২১ হাজার ২০০ জন।

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৬ হাজার ৩২৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৮ লক্ষ ৭৯ হাজার ৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ৪,৩৯৩ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona Virus, #covid-19, #corona vaccine

আরো দেখুন