রাজ্য বিভাগে ফিরে যান

পয়লা বৈশাখে দীঘা-মন্দারমণিতে জনপ্লাবন

April 16, 2022 | 2 min read

ছবি সৌঃ টেলিগ্রাফ

দীর্ঘদিন পর পয়লা বৈশাখ উপলক্ষ্যে জমজমাট ভিড়ে দীঘা, মন্দারমণির হোটেল ব্যবসায়ীদের মুখে হাসি ফুটল। শুক্রবার সকাল থেকেই দীঘায় পর্যটকদের ঢল নামতে শুরু করে। সকাল ১১টার পর ১১৬বি জাতীয় সড়কে দীঘামুখী প্রাইভেট গাড়ির লাইন পড়ে যায়। মগরাজপুর, হেঁড়িয়া, কালীনগর, মারিশদা পর্যন্ত বিভিন্ন জায়গায় যানজট তৈরি হয়। রেলপথেও বিপুল সংখ্যায় পর্যটক দীঘায় পৌঁছন। দীঘা যাওয়ার জন্য এদিন অতিরিক্ত সরকারি বাসও রাস্তায় নেমেছিল। তবে, প্রাইভেট গাড়িতে সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক দীঘা, মন্দারমণি গিয়েছেন।

১৫ ও ১৬ এপ্রিলের জন্য মন্দারমণির সব হোটেল দু’দিন আগেই বুক হয়ে গিয়েছে। দীঘাতেও একই অবস্থা। রুম পাওয়ার জন্য পর্যটকরা এক হোটেল থেকে আর এক হোটেলে ঘুরেছেন। শুক্রবার ডব্লবিএসইডিসিএলের বর্ধমান রিজিওনাল অফিসের কর্মী সামসুল মণ্ডল সপরিবারে দীঘায় পৌঁছন। তিনি বলেন, শুক্রবার দীঘায় কাটিয়ে শনিবার মন্দারমণিতে যাব বলে ঠিক করি। কিন্তু, মন্দারমণিতে হোটেল পেতে ভীষণ বেগ পেতে হয়েছে। প্রতিবছর তিন-চারবার দীঘা, মন্দারমণি আসি। কিন্তু, হোটেল পেতে এত সমস্যা আগে হয়নি।

এদিন দীঘা ডিপো থেকে ৪২টি এসবিএসটিসি বাস চলাচল করেছে। এছাড়াও অন্যান্য ডিপো থেকে আরও ৪০টির বেশি বাস দীঘা আসা-যাওয়া করেছে। পয়লা বৈশাখ দীঘাগামী যাত্রী সংখ্যা বেশি হবে বলে আগাম আন্দাজ করেই বেলঘরিয়া, আরামবাগ, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বারাসাত সহ বিভিন্ন ডিপো থেকে বাড়তি বাস চালানো হয়েছিল। প্রতিটি বাসে ভিড় ছিল নজরকাড়া। আজ, শনিবার আরও বেশি ভিড় হবে বলে দীঘার হোটেল ব্যবসায়ীদের বক্তব্য। দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, শুক্রবার প্রাইভেট গাড়ি বেশি এসেছে। এদিন ভালো সংখ্যক পর্যটক দীঘায় এসেছেন। তবে, শনিবার ভিড় আরও বাড়বে। মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সন্দীপন বিশ্বাস বলেন, তিনদিন আগে থেকেই মন্দারমণির সব হোটেল প্রায় বুক হয়ে গিয়েছে। করোনা মহামারীর জেরে দু’বছর মানুষজন ঘরবন্দি অবস্থায় কাটিয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উৎসব, পার্বনে তাঁরা বেড়াতে যেতে পছন্দ করছেন। এদিন নিউ দীঘার হলিডে হোম ঘাটে কর্তব্যরত সিভিল ডিফেন্স ভলান্টিয়ার সত্য দিণ্ডা বলেন, হোলির পর পয়লা বৈশাখ দীঘায় এত বেশি ভিড় হল। টানা চারদিনের ছুটিতে অনেকেই দীঘায় বেড়াতে আসছেন। মহামারীর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দীঘা, মন্দারমণির পর্যটন শিল্প।

TwitterFacebookWhatsAppEmailShare

#bengali new year, #Digha, #Mandarmani

আরো দেখুন