কলকাতা বিভাগে ফিরে যান

নজরুল মঞ্চে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের শুভারম্ভ, ২৫শে এপ্রিল উদ্বোধন করবেন মমতা

April 17, 2022 | < 1 min read

ফাইল ছবি। ছবি সৌঃ টাইমস অফ ইন্ডিয়া

মহামারী শিথিল হতে আবার শুরু হচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৫ এপ্রিল নজরুল মঞ্চ থেকে ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী ছবি  সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’। সেদিন রবীন্দ্র সদনেও ছবিটি দেখানো হবে। সাধারণ দর্শকদের জন্য ডেইলি ফ্রি পাসের ব্যবস্থা থাকছে।

প্রথমে উৎসব শুরু হওয়ার কথা ছিল গত ৭ জানুয়ারি । শহরে হোর্ডিংও দেখা গিয়েছিল। শেষ পর্যন্ত করোনার থাবায় পিছিয়ে যায় উৎসব। শনিবার শিশির মঞ্চে উৎসব কমিটি আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয়, উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত। সাত দিনের বদলে এবার উৎসব হচ্ছে ছ’দিন। আগে যেভাবে সাজানো হয়েছিল সেভাবেই উৎসব হবে। স্পেশাল স্ক্রিনিং বিভাগ থেকে সুমন মুখোপাধ্যায়ের ‘নজরবন্দ’ ছবিটি বাদ গিয়েছে। যদিও ফেস্টিভ্যাল ডিরেক্টর মিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘পরিচালক নিজেই মেইল করে জানিয়েছেন, কিছু সমস্যার কারণে তিনি ছবিটি দেখাতে পারছেন না।’ চলচ্চিত্র উৎসবে নতুন সংযোজন, সদ্য প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের স্মৃতিতে প্রদর্শনী। তাঁর অভিনীত ছবি তরুণ মজুমদার পরিচালিত ‘পথভোলা’ দেখানো হবে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফেস্টিভ্যাল চেয়ারম্যান রাজ চক্রবর্তী, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব শান্তনু বসু, গৌতম ঘোষ, অরিন্দম শীল, জুন মালিয়া, সায়ন্তিকা চট্টোপাধ্যায় প্রমুখ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata International Film festival, #kiff 2022

আরো দেখুন