← রাজ্য বিভাগে ফিরে যান
ফি বকেয়া থাকলেও পড়ুয়াদের ক্লাস করতে দিতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের
সব পড়ুয়াকে ক্লাস করতে দিতে হবে বেসরকারি স্কুলগুলিকে। মঙ্গলবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনও ভাবেই বাধা দিতে পারবে না স্কুল।
বেতন বাকি থাকায় শহরের বেশ কিছু স্কুল পড়ুয়াদের ক্লাস করতে দিচ্ছে না, এই অভিযোগ সামনে আসছিল বেশ কয়েক দিন ধরেই। এই প্রসঙ্গে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। আদালত জানায়, বেতন বকেয়া থাকলেও পড়ুয়াদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া যাবে না। এমনকি আইনশৃঙ্খলার দোহাই দিয়ে স্কুল বন্ধও রাখতে পারবেন না স্কুল কর্তৃপক্ষ।
আদালতের নির্দেশ, গত ৯ এপ্রিল যে নোটিস দেওয়া হয়েছিল স্কুলের তরফে, অবিলম্বে তা-ও প্রত্যাহার করে নিতে হবে স্কুলগুলিকে।