রাজ্য বিভাগে ফিরে যান

এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৩.৪২ লক্ষ কোটির বিনিয়োগ প্রস্তাব

April 21, 2022 | 6 min read

আজ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি দিবস। দুদিন ব্যাপী এই সম্মেলনের শেষ দিনে আজ নজরে থাকবে মউ স্বাক্ষরের দিকে। অভিজ্ঞ মহলের ধারণা, এই সম্মেলন অতিমারী পরবর্তী সময়ে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর দিশা দেখাবে। বাংলার যুবক-যুবতীদের হাতে কাজ দেওয়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য। আগামী কয়েক বছরে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টি করে সেই সাফল্য নামিয়ে আনতে চান বাংলার মাটিতে।

নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর বক্তৃতার আগাগোড়া ছিল বিনিয়োগ আনার আত্মবিশ্বাসে ভরপুর। মমতা বলেন, পরিকাঠামো তৈরি, সামাজিক সুরক্ষা প্রকল্প, পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষায় অগ্রাধিকার, কারিগরি দক্ষতা বৃদ্ধি, ব্যবসার শর্ত সহজ করা, ই-গভর্ন্যান্সে জোর দিয়ে প্রশাসনে স্বচ্ছতা আনার মতো কাজে অনেকটাই এগিয়েছেন। এবার নজর দিতে চান শিল্পে।

লাইভ আপডেট

২:৩০: এই বছরের মতো শেষ হল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন: মমতা বন্দ্যোপাধ্যায়

২:২৫: ২০২৩ সালের ১-৩ ফেব্রয়ারি আয়োজিত হবে আগামী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, ঘোষণা মুখ্যমন্ত্রীর 

২:২৪: আপনারা সকলে ভাল থাকবেন। বিশ্বের সকল ভাই বোনেদের জানাই অভিনন্দন। পরিবারের সকলকে ভাল রাখবেন। জয় হিন্দ, জয় বাংলা: মমতা বন্দ্যোপাধ্যায়

২:২৩: আমরা সহযোগিতায় বিশ্বাস করি। আপনারা বাংলার ওপর আস্থা রাখুন। ফল নিশ্চই পাবেন: মমতা বন্দ্যোপাধ্যায়

২:২২: সাংস্কৃতিক ক্ষেত্রেও এগিয়ে বাংলা। আগামি সপ্তাহে শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দুর্গাপুজোয় আসুন। এই উৎসব ইউনেস্কো হেরিটেজ তকমা পেয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

২:২০: বাংলা যে কাজ করেছে, আগামী দশ বছরেও কেউ তা করতে পারবে না। চাই সদিচ্ছা: মমতা বন্দ্যোপাধ্যায়

২:১৯: বাংলায় আরও রপ্তানি হাব গড়তে হবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ- দুই জায়গাতেই গড়তে হবে এই হাব: মমতা বন্দ্যোপাধ্যায় 

২:১৬: আমরা বুলডোজ  করতে চাই না। আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই। একতাই আমাদের শক্তি: মমতা বন্দ্যোপাধ্যায় 

২:১৫: আস্থা, প্রযুক্তি এবং টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করলেই সাফল্য আসবে: মমতা বন্দ্যোপাধ্যায় 

২:১৪: শিল্প আমার গন্তব্য। কৃষিক্ষেত্রে আমরা কাজ করছি। সামাজিকক্ষেত্রেও আমাদের নানা প্রকল্প আছে: মমতা বন্দ্যোপাধ্যায়

২:১৩: এই সম্মেলনে এই সকলবিনিয়োগ প্রস্তাব এসেছে, তাতেই ৪০ লক্ষ নতুন চাকরি তৈরি হবে: মমতা বন্দ্যোপাধ্যায় 

২:১১: রাজ্যে ২০০টি শিল্পপার্ক, ৫২১ততই ক্লাস্টার আছে। কর্মসংস্থানই আমাদের লক্ষ্য। ১.৩৬ কোটি মানুষ চাকরি পেয়েছেন। অন্যান্য রাজ্য থেকে ব্যবসা সরে আসছে আমাদের রাজ্যে: মমতা বন্দ্যোপাধ্যায় 

২:১০: সারা দেশে যখন বেকারত্ব বেড়েছে, বাংলায় ৪২ শতাংশ বেকারত্ব কমেছে। এটা সম্ভব হয়েছে ক্ষুদ্র শিল্পের জন্য: মমতা বন্দ্যোপাধ্যায়  

২:০৮: এই বাণিজ্য সম্মেলনে প্রায় ৩ লক্ষ ৪২ হাজার ৩৭০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছি: মমতা বন্দ্যোপাধ্যায়  

২:০৭: ৪২টি দেশের ৪৩০০ প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন। এটা প্রমান করে এই সম্মেলনের সাফল্য। ১৩৭টি মউ স্বাক্ষরিত হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

২:০৬: বিভিন্নক্ষেত্রে যে সেক্টরাল কমিটি গঠন হয়েছে। সেগুলো সারা বছর কাজ করবে। মাসে অন্তত একবার তাদের বৈঠক করতে হবে। নীতিগত কোনও পরিবর্তন প্রয়োজন হলে তা প্রস্তাব করতে পারেন: মমতা বন্দ্যোপাধ্যায়

২:০৫: আমরা গত দুই দিনে বেশ কিছু বিনিয়োগের প্রস্তাব পেয়েছি। শুধু কলকাতায় নয়, জেলায় জেলায় শিল্পের প্রসার করতে হবে। জেলার চেম্বারগুলোকে আমি ধন্যবাদ জানাই। গ্রামীণ এলাকার ব্যবসার স্তম্ভ তারাই: মমতা বন্দ্যোপাধ্যায়

২:০৪: কোভিডের প্রকোপ কমলে আবার বিদেশে বিনিয়োগের লক্ষ্যে যাব: মমতা বন্দ্যোপাধ্যায়

২:০৩: বাংলা পথ দেখাল। এবার অন্যরাও এই শিল্প উৎসবের আয়োজন করবে। এটাও তো একটি উৎসব। শিল্পের উৎসব। দুর্গাপুজোতে সকলে আনন্দ করেন, শিল্পক্ষেত্র কেন বাদ যাবে?: মমতা বন্দ্যোপাধ্যায়

২:০২: আমরা করোনার বিরুদ্ধে লড়াই করেছি। দুর্যোগ আসবে, লড়তে হবে। দুঃসময় কেটে যাবে। জনজীবন থমকে থাকতে পারে না। আবার যদি প্রকোপ বাড়ে, আমরা আবার লড়ব: মমতা বন্দ্যোপাধ্যায়

২:০১: বাংলার প্রতি ভালোবাসা জন্য বাংলা আজ বিশ্বের গন্তব্য। আমাদের মিষ্টি রাজ্যে, সব মিষ্টির আকর্ষণ সকলকে এখানে আসে বাধ্য করেছে।: মমতা বন্দ্যোপাধ্যায়

২:০০: আমি সকল প্রথম সারির কর্মীদের কুর্নিশ জানাই, যারা এই অতিমারির সময় নিরলস পরিশ্রম করেছেন: মমতা বন্দ্যোপাধ্যায়

১:৫৯: কোভিড অতিমারীর পর যখন এই সম্মেলন আয়োজন করার কথা আমরা ভাবছিলাম, সকলে ভাবছিল, এটা কি করে সম্ভব?  অন্যান্য দেশের প্রতিনিধিরা আসবেন কিভাবে? কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ছিল সকলেই আসবেন: মমতা বন্দ্যোপাধ্যায়

১:৫৬: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

১:৫৩: রাজ্যের যে ২২ টি সামগ্রী জি আই তকমা পেয়েছে, তাদের তথ্য সম্বলিত একটি বই প্রকাশ হল বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে।

১:৫১: রাজ্যে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গর্তে চলেছে জুবিল্যান্ট ফুডওয়ার্কস। বিনিয়োগ হবে ১০০ কোটি, কর্মসংস্থান হবে ১০০০-এর বেশি মানুষের।

১:৫০: পশ্চিমবঙ্গে একটি অফ ক্যাম্পাস গড়তে চলেছে মনিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন। প্রথম পর্যায়ে ইঞ্জিনিয়ারিং এবং দ্বিতীয় পর্যায়ে নার্সিং ও মেডিক্যাল কলেজ গড়া হবে।

১:৪৩: আড়াই থেকে তিন কোটি টাকা বিনিয়োগে রাজ্যে ইলেকট্রিক বাস উৎপাদন কারখানা গড়তে চলেছে ই-মোবিলিটি প্রাইভেট লিমিটেড। কর্মসংস্থান হবে ৫০০ মানুষের। এই কারখানা থেকে উৎপাদিত ৩০০০-৫০০০ বাস পশ্চিমবঙ্গকেই দেওয়া হবে।

১:৩৯: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে হরিণঘাটায় ফ্লিপকার্ট-এর লজিস্টিক হাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থান হবে ২০,০০০ মানুষের।

১:৩৮: হৃদরোগ, ক্যান্সার চিকিৎসার লক্ষ্যে কলকাতায় একটি ১০০০ শয্যার হাসপাতাল করবেন ডাঃ দেবী শেঠী।

১:৩৭: আমি মুখ্যমন্ত্রীকে একটি প্রস্তাব দিতে চাই। যে সকল হাসপাতালে ১০০-এর বেশি শয্যা আছে, সেখানে চালু হোক নার্সিং কলেজ। এর ফলে মহিলাদের ক্ষমতায়ন হবে। গ্রামের গরিব ঘরের মেয়েরা অর্থনৈতিকভাবে সচল হবে: ডাঃ দেবী শেঠী

১:৩৬: আমি আজ অবধি যা সাফল্য অর্জন করেছি, তা শুধুমাত্র এই শহরের জন্য সম্ভব হয়েছে, বললেন ডাঃ দেবী শেঠী।

১:৩৪: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলনে মঞ্চে উপস্থিত বিশিষ্ট চিকিৎসক ডাঃ দেবী শেঠী

১:৩২: রিমোট কন্ট্রোলের মাধ্যমে রপ্তানি সহায়ক পোর্টাল, ভার্চুয়াল এক্সিবিশন পোর্টাল এবং স্বনির্ভর গোষ্ঠীদের জন্য একটি  পোর্টাল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

১:৩০: ৭০০ কোটি টাকার বিনিয়োগ শিল্প পার্ক গড়তে স্বাক্ষরিত হল মউ।

১:২৮: গ্রামীণ ক্ষুদ্র শিল্পের বিকাশের জন্য স্বাক্ষরিত হল মউ

১:২৭: হাওড়ায়  মেডিক্যাল কলেজ ও নার্সিং কলেজ গড়তে মউ স্বাক্ষরিত করল জিআইএস গ্রুপ। 

১:২৬: ই-শিক্ষায় জোর দিতে এবং নতুন প্রযুক্তি সম্পর্কে আরও শিক্ষার প্রসার করতে মাইক্রোসফ্টের সাথে স্বাক্ষরিত হলো মউ। 

১:২৫: সুন্দরবন এবং দিঘায় জলসম্পদ উন্নয়নের জন্য মউ  স্বাক্ষরিত হল।

১:২৪: প্রথমেই ৭৫০ মেগা ওয়াটের একটি সৌর বিদ্যুৎ প্রকল্পের মউ  স্বাক্ষরিত হল। পাশাপাশি, কয়লা খনন সংক্রান্ত মউ -ও স্বাক্ষরিত হল।

১.২২: এবার শুরু হচ্ছে মউ স্বাক্ষরের প্রতীকী অনুষ্ঠান 

১:২০: বাংলা এবং ফিনল্যান্ডের বেশ কিছু সামঞ্জস্য আছে, বললেন ফিনল্যান্ডের মন্ত্রী। বিনামূল্যে সবার জন্য শিক্ষা, ডিজিটাল পরিষেবা এবং অচরিরাচরিত শক্তির ওপর জোর দেওয়া হয় দুই জায়গাতেই।

১:১৯: বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখছেন ফিনল্যান্ডের মন্ত্রী পেট্রি পেল্টোনেন 

১:১৭: ভারতে সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক আসেন ইউরোপ থেকে। তাই পর্যটন বিকাশে বাগডোগরা ও কলকাতা থেকে সরাসরি আন্তর্জাতিক বিমান পরিষেবা প্রয়োজন, বললেন রুদ্র চ্যাটার্জী

১:১৬: পর্যটনের বিকাশের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি টাস্কফোর্স তৈরী হয়েছে: রুদ্র চ্যাটার্জী

১:১৫: হোম স্টে পর্যটন, হেরিটেজ ট্যুরিজম, চা পর্যটনের উপর জোর দেওয়া হচ্ছে। দুর্গা পুজোকে ঘিরে ৩২০০০ কোটির ব্যবসা হয়। গঙ্গাসাগর মেলায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মানব সমাগম হয়: রুদ্র চ্যাটার্জী

১:১০: রাজস্থান, গোয়ার তুলনায় বেশি পর্যটক আসেন বাংলায়। রাজ্যে বার্ষিক ১০ কোটি পর্যটক আসেন: রুদ্র চ্যাটার্জী

১:০৯: পর্যটন ক্ষেত্রে কমিটির প্রধান রুদ্র চ্যাটার্জী বক্তব্য রাখছেন। রাজ্যের পর্যটন ক্ষেত্রে সম্ভবনা নিয়ে দেখানো হল একটি ভিডিও।

১:০৭: আজকের  বৈঠক ফলপ্রসু হয়েছে। এই পরিষেবা ক্ষেত্রের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষাক্ষেত্রে ৪২ টি মৌ স্বাক্ষরিত হয়েছে। বিনিয়োগ প্রায় ২ হাজার কোটিরও বেশি: হর্ষ নেওটিয়া

১:০৬: পরিষেবা ক্ষেত্রে কমিটি প্রধান হর্ষ নেওটিয়া বক্তব্য রাখছেন

১:০৪: আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরের পশ্চিমবঙ্গের রপ্তানি দ্বিগুন করা। রাজ্যে দুটি রপ্তানি সহায়ক কেন্দ্র তৈরি হচ্ছে, জানালেন সঞ্জয় বুধিয়া

১:০৩: এই সরকারের আমলে রপ্তানি অগ্রাধিকার পেয়েছে, বললেন সঞ্জয় বুধিয়া

১:০২: অন্যান্য রাজ্য থেকে আগত তাবড় তাবড় শিল্পপতিরা বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারের ভূয়সী প্রশংসা করেছেন, জানালেন সঞ্জয় বুধিয়া 

১:০১: রপ্তানি বিষয়ক কমিটির প্রধান সঞ্জয় বুধিয়া বক্তব্য রাখছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের, সরকারের সাথে একযোগে কাজ করার সুযোগ দিয়েছে, তা সত্যিই অভাবনীয়

১:০০: করোনাকালে বিভিন্ন ক্ষুদ্র শিল্পকে ১ লক্ষ কোটিরও বেশি ঋণ প্রদান করেছে ব্যাঙ্কগুলি, জানালেন অমিত মিত্র 

১২:৫৯: আজকের এমএসএমই কমিটির বৈঠকে উপস্থিত সকল অতিথিরা একযোগে বলেছেন তারা বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী: উমেশ চৌধুরী

১২:৫৮: রাজ্যের অর্থনীতির ভরকেন্দ্র শিল্প, বললেন উমেশ চৌধুরী 

১২:৫৫:  শিল্প এবং এমএসএমই  কমিটির প্রধান উমেশ চৌধুরী বক্তব্য রাখছেন। সরকার এবং শিল্পের এই রকম মিশেল দেশে অতুলনীয় বললেন তিনি।

১২:৫৪: কৃষি ও অনুসারী শিল্প ক্ষেত্রে ৯৫ এর বেশি MOU স্বাক্ষরিত হয়েছে, বিনিয়োগ হবে ৩৫০০ কোটিরও বেশি: সঞ্জীব পুরী

১২:৫২: কৃষি ও অনুসারী শিল্পক্ষেত্রে কমিটি প্রধান সঞ্জীব পুরী বক্তব্য রাখছেন। তিনি বলেন, এই ক্ষেত্রে বিনিয়োগ আরও ত্বরান্বিত করতে অভূতপূর্ব কাজ করেছে সরকার।

১২:৫০: বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য কমিটি গঠন করেছে রাজ্য সরকার। এই কমিটিগুলির মাথায় শিল্পপতিদের রেখেছে সরকার: অমিত মিত্র

১২:৪৮: আজকের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত আছেন ফিনল্যান্ডের মন্ত্রী এবং রাষ্ট্রদূত: অমিত মিত্র 

১২:৪৬: শুরু হল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিন। সঞ্চালনার দায়িত্বে ড: অমিত মিত্র

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bengal Global Business Summit 2022, #BGBS 2022

আরো দেখুন