আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

কোভিডে আক্রান্ত মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, রয়েছেন নিভৃতবাসে

April 27, 2022 | < 1 min read

করোনায় আক্রান্ত হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।মঙ্গলবার হোয়াইট হাউসের তরফে এক বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। মঙ্গলবার তাঁর করোনার র‍্যাপিড টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। হোয়াইট হাউসের তরফে যেমনটা জানা যাচ্ছে যে,  চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর কোনও উপসর্গ ছিল না।আপাতত তিনি নিজের বাস ভবনে নিভৃতবাসে থাকবেন। সেখান থেকেই সমস্ত কাজ পরিচালনা করবেন।

মঙ্গলবার হোয়াইট হাউসের ওই বিবৃতিতে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস উপসর্গহীন।আপাতত বাড়ি থেকে কাজ করার পরিকল্পনা করছেন তিনি।ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে সপ্তাহান্ত কাটিয়ে সোমবার বিকেলে ওয়াশিংটন, ডিসিতে ফিরে আসেন তিনি। এই কদিনে ভ্রমনের সময় তিনি বাইডেন কিংবা ফার্স্ট লেডি জিল বাইডেনের সংস্পর্শে আসেননি। এমনকি ক্যালিফোর্নিয়াতেও কোনও জনসভা বা পাবলিক মিটিং তাঁর ছিল না।ফলে বিরাট অংশে তাঁর থেকে করোনা সংক্রমের ভয় নেই। 

চিকিৎসকদের পরামর্শ মেনে এই কদিন তিনি বাড়িতে আলাদাই থাকবেন বলে জানা যাচ্ছে। যতক্ষণ না তাঁর করোনার রিপোর্ট নেগেটিভ আসে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #kamala harris, #White House

আরো দেখুন