আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

বড়সড় তথ্য ফাঁসের কবলে মার্ক জুকারবার্গের ‘ফেসবুক’

April 28, 2022 | < 1 min read

বড়সড় তথ্য ফাঁসের কবলে মার্ক জুকারবার্গের সংস্থা ফেসবুক। তার ফলেই গ্রাহকদের তথ্য কোথায় জমা হচ্ছে, কী করে তা ব্যবহার হচ্ছে তা জানা যাচ্ছে না। ফলে বিজ্ঞাপন বাবদ ব্যবসা মার খাচ্ছে ‘মেটা’র সিস্টার কনসার্ন ফেসবুকের। গত বছর সংস্থার প্রাইভেসি ইঞ্জিনিয়াররা বিষয়টি ধরে ফেলেন। সেই রিপোর্ট ফাঁস হয়ে ‘মাদারবোর্ড’ নামে এক সংস্থার হাতে এসেছে। আর তাতেই পড়ে গিয়েছে শোরগোল। প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশ্বের বিভিন্ন দেশ যখন ফেসবুকের উপর নিয়ন্ত্রণ আনতে চাইছে, সেই পরিস্থিতিতে জুকারবার্গের সংস্থা কি সেই সমস্ত নীতির সঙ্গে যুঝে উঠতে পারবে?

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের মূল ব্যবসা দাঁড়িয়ে রয়েছে বিজ্ঞাপন বাবদ আয় থেকে। গ্রাহকদের তথ্যের উপর নির্ভর করে সেই বিজ্ঞাপনের পরিমাণ। কিন্তু, প্রাইভেসি টিম সংস্থার তথ্য সংগ্রহ এবং তার ব্যবহারের গলদ ধরে ফেলে। তারা জানায়, ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের পর কোথায় জমা হচ্ছে, কীভাবে তা ব্যবহার হচ্ছে তা জানা যাচ্ছে না। এরপরেই গ্রাহকদের তথ্য সংগ্রহ ও ব্যবহারের বর্তমান নীতিতে বদল আনার পক্ষে সওয়াল করেন কোম্পানির প্রাইভেসি ইঞ্জিনিয়াররা। সমালোচনা করে তাঁরা বলেন, ‘কোনও সীমা না রেখে সংস্থা একটি সিস্টেম তৈরি করেছে। ঠিক যেন বিভিন্ন রঙের এক বোতল কালি (তথ্যসমূহ) একটি হ্রদে (ফেসবুকের ওপেন তথ্যভাণ্ডার) ঢালা হয়েছে। তারপর তা ফের বোতলে ভরার চেষ্টা চলছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mark Zuckerberg, #Facebook

আরো দেখুন