হোয়াটসঅ্যাপে টাকা লেনদেন করলে পেতে পারেন ক্যাশ ব্যাকের সুবিধা, কিভাবে জেনে নিন
আগামী কয়েক সপ্তাহের মধ্যে হোয়াটসঅ্যাপ আরও বেশি ভারতীয়দের কাছে পিয়ার-টু-পিয়ার পেমেন্ট পরিষেবা পৌঁছে দেবে। আর তাঁদের আকৃষ্ট করতে ক্যাশব্যাক পুরষ্কার হাতিয়ার করতে পারে নির্মাতারা। দুটি সূত্রে খবর, হোয়াটসঅ্যাপ এই নীতিতেই, গুগলপে, পেটিএম-এর মতো প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে চায়। সম্প্রতি হোয়াটসঅ্যাপ ভারতে ১০ কোটি ব্যবহারকারী যোগের অনুমোদন পেয়েছে।
হোয়াটসঅ্যাপ মে মাস শেষের আগেই তার পেমেন্ট পরিষেবায় ব্যবহারকারীদের ট্রান্সফারের জন্য ৩৩ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার চালু করতে পারে। অর্থাত্, অন্যান্য ডিজিটাল লেনদেনের অ্যাপের মতোই একই পথে হাঁটছে হোয়াটসঅ্যাপ।
রয়টার্সের এক প্রশ্নের জবাবে একটি বিবৃতিতে, হোয়াটসঅ্যাপ ক্যাশব্যাকের পরিকল্পনার কথা স্বীকার করেছে। পর্যায়ক্রমে ক্যাশব্যাক ইনসেনটিভ অফারের একটি ক্যাম্পেইন চালানো হচ্ছে বলে জানিয়েছে নির্মাতারা।