খেলা বিভাগে ফিরে যান

কেন চেন্নাইয়ের দায়িত্ব ফের নিতে রাজি হলেন? নিজেই জানালেন ধোনি

May 2, 2022 | 2 min read

আইপিএল শুরু হওয়ার দু’দিন আগে অধিনায়কত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু মরসুমের মাঝপথে ফের চেন্নাই সুপার কিংসের দায়িত্ব নিতে হয়েছে তাঁকে। নিজের খেলার প্রতি মন দিতে জাডেজা অধিনায়কত্ব ছেড়েছেন বলে জানিয়েছে সিএসকে। ঠিক কী হয়েছিল এই সময়ে? কেন ফের দায়িত্ব নিতে রাজি হলেন ধোনি? ম্যাচ শেষে তা নিজেই জানালেন মাহি।
সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ধোনি বলেন, ‘‘এই মরসুমের আগেই আমি জানিয়ে দিয়েছিলাম আর অধিনায়ক থাকব না। জাডেজা জানত ওকে দায়িত্ব নিতে হবে। তাই মানসিক ভাবে নিজেকে তৈরি করার সময় ও পেয়েছিল। হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’

জাডেজা অধিনায়ক হলেও ম্যাচের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছিল সিদ্ধান্ত নিচ্ছেন ধোনি। সেই নিয়ে সমালোচনা করেছিলেন অনেকে। সেই বিষয়েও মুখ খোলেন মাহি। তিনি বলেন, ‘‘জাডেজা প্রথম বার অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছিল। তাই প্রথম কয়েকটা ম্যাচে ওকে পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তার পরে ওকে বলেছিলাম সব দায়িত্ব ওকেই নিতে হবে। কখনও যেন মনে না হয় এক জন টস করতে যাচ্ছে আর অন্য জন অধিনায়কত্ব করছে। অধিনায়কত্ব চামচে করে খাইয়ে দেওয়া যায় না। একটা সময় পর্যন্ত সাহায্য করা যায়। তার পরে নিজেকেই দায়িত্ব নিতে হয়। ’’

প্রথম আট ম্যাচে দায়িত্ব নিয়ে বিশেষ সফল হতে পারেননি জাডেজা। মাত্র দু’টি ম্যাচে জয় এসেছিল। সেই কারণেই কি ফের নিজের কাঁধে দায়িত্ব তুলে নিলেন ধোনি? তার জবাবে চেন্নাইয়ের অধিনায়ক বলেন, ‘‘জাডেজার খেলা খারাপ হচ্ছিল। ওর মাথায় সারা ক্ষণ অধিনায়কত্ব ঘুরছিল। তার প্রভাব খেলায় পড়ছিল। অধিনায়ক জাডেজার থেকে ব্যাটার, বোলার ও ফিল্ডার জাডেজার সিএসকেকে দরকার। তাই আমি ফের দায়িত্ব নিয়েছি। কারণ এই তিন ক্ষেত্রে জাডেজা নিজের সেরাটা দিতে পারলে সেটা আমাদের অনেক বেশি উপকারে লাগবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL, #chennai super kings, #Ravindra Jadeja, #MS Dhoni

আরো দেখুন