আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

মেট গালায় এই ভারতীয় ফ্যাশন ডিজাইনারের শাড়ি পরে অংশ নিলেন ব্যবসায়ী নাতাশা পুনাওয়ালা

May 4, 2022 | 2 min read

ছবি সৌজন্যে: এই সময়

ফ্যাশন দুনিয়ার সবথেকে বড় ফ্যাশন ইভেন্ট মেট গালা। এই বছর মেট গালায় সাড়া ফেলে দিলেন এক ভারতীয় তথা বাঙালি পোশাক শিল্পী। আপনারা নিশ্চয়ই ইতিমধ্য়েই কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। আমরা সব্য়সাচী মুখোপাধ্য়ায়ের কথাই বলছি। যাঁর নামডাক ও কাজের প্রশংসা দেশেক গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। ইতিমধ্য়ে মেট গালা ইভেন্টেও পৌঁছে গেল সব্য়সাচীর ডিজাইন। সব্য়সাচীর শাড়ি পরেই মেট গালা অনুষ্ঠানে অংশ নিলেন ব্যবসায়ী তথা সমাজসেবী নাতাশা পুনাওয়ালা।

প্রতি বছর নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয় মেট গালা। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ মেট গালায় এবার হই চই ফেলে দিয়েছেন সব্য়সাচী। এই বছর মেট গালার থিম ছিল, আমেরিকা: অ্যান অ্যানথলজি অফ ফ্যাশন। নাতাশার ড্রেস কোড ছিল গিল্ডেড গ্ল্যামার। সোনালি শাড়ি ও মেটালিক বুস্টিয়ারে সাজেন নাতাশা।

নাতাশার লক্ষ্য ছিল, তিনি ভারতীয় ঐতিহ্যকে বজায় রেখেই ড্রেস কোড গিল্ডেড গ্ল্যামারকে তুলে ধরবেন। সেই পোশাকে থাকবে ভারতীর বহু-সংস্কৃতিবাদ এবং সত্য়তার ছোঁয়া। তিনি একটি শিয়াপারেলি ধাতব বুস্টিয়ার পরেছেন এবং তার সঙ্গে পরেছেন সব্য়সাচীর শাড়ি। অর্থাৎ কোথাও গিয়ে সব্য়সাচীর ডিজাইনের সঙ্গে মেলবন্ধন হয়েছে শিয়াপারেলিও। যা তাঁর কাজকে ও নাতাশার লুককে অন্য় মাত্রা দিয়েছে।

সব্য়সাচী নাতাশার সেই ইচ্ছেকেই গুরুত্ব দেন। নাতাশা ভারতীয় কারিগরের হাতে তৈরি সোনালি প্রিন্টেড টুল শাড়ি পরেন এবং তার সঙ্গে ট্রেইল পরেন। যাতে সিল্কের সাহায্য়ে এমব্রয়ডারি কাজ করা রয়েছে। এতে সিল্ক ফ্লস থ্রেড ও বেভেল বিডস, সেমি-প্রিসিয়াস স্টোন, ক্রিস্টাল, সিক্যুইনস ও অ্যাপ্লিক প্রিন্টেড ভেলভেটের কাজ করা। পুনমের দুই হাতে ছিল রেগাল চুরি। সোনালির মেকআপ ন্যুড হলেও তাঁর মেকআপের সর্বত্রই ছিল সোনালি ছোঁয়া।

বিখ্য়াত পোশাক শিল্পী সব্য়সাচী মুখোপাধ্য়ায় এই বিষয়ে কী মনে করছেন? সব্য়সাচী বলেন, “আমার জন্য় শাড়ি সত্য়ি একটি অনন্য় ও বহুমুখী পোশাক, যার নিজস্ব একটি পরিচয় রয়েছে। তা ভৌগলিক সীমানা এবং সীমা পেরিয়ে গেলেও তার পরিচয় হারায় না। যখন আমি ফ্যাশন ডিজাইনিংয়ে ছাত্র ছিলাম, সেই সময় আমি মনে করতাম একদিন মেট গালার মতো বিশ্ব মানের ফ্যাশন ইভেন্টে আমার শাড়ি দেখাব।”

নাতাশা একজন সমাজসেবী ও ব্য়বসায়ী। ভিনু পুনওয়ালা ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি। ভারতের সেরাম ইনস্টিউটের সিইও আদর পুনাওয়ালার স্ত্রী ও কোম্পানির এক্জিকিউটিভ ডিরেক্টর তিনি। নাতাশা পুনাওয়ালা বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান ও মালাইকা অরোরার ঘনিষ্ঠ বন্ধু। তাঁর স্টাইল স্টেটমেন্টের জন্য়ে তিনি Vogue-Bazar এবং Hello-র মতো শীর্ষ ম্যাগাজিনের প্রচ্ছদেও তাঁর ছবি দেখা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sabyasachi Mukherjee, #natasha poonawalla, #met gala 2022, #Fashion designer

আরো দেখুন