সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি, শ্রীলঙ্কায় ধর্মঘটে সামিল সরকারি কর্মচারীরা
শ্রীলঙ্কার পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। এবার সরকারের বিরুদ্ধে ধর্মঘটে নামলেন সমস্ত স্তরের সরকারি কর্মচারী। রেল, পরিবহণ, স্বাস্থ্য-সহ বিভিন্ন সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীরা বৃহস্পতিবার মাঝরাত থেকে ধর্মঘটে শামিল হয়েছেন। শুক্রবার দিনভর চলে ধর্মঘট। এর ফলে দেশের জনজীবন কার্যত স্তব্দ হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন যৌথ সাংবাদিক বৈঠকে জানিয়ে দেয়, মাঝরাত থেকেই তারা ধর্মঘটের পতে যাচ্ছে। সরকারি পরিবহণ কর্মী সংগঠনের বক্তব্য, এই দুর্দিনেও সরকারের পাশে তারা ছিল। কিন্তু আর এভাবে চলা সম্ভব হচ্ছে না। দেশের বর্তমান সঙ্কটের জন্য তারা সরকারকেই দায়ী করছে। সরকারি কর্মচারী সংগঠনগুলির একটাই বক্তব্য এই সরকারকে সমূলে উৎখাত করতে হবে। বদলে মানুষের সরকার গড়ে তুলতে হবে।
এই ধর্মঘটের ফলে শ্রীলঙ্কা জুড়ে জনজীবন শুক্রবার একেবারে স্তব্ধ হয়ে য়ায়। বন্ধ রেল, বা-সহ সমস্ত পরিবহণ। ধর্মঘটে যোগ দিয়েছন সর্বস্তরের চিকিতসা কর্মীও। বৃহস্পতিবার মাঝরাত থেকে বন্ধ হয়ে যায় সমস্ত গণপরিবহণ। হাজার হাজার সরকারি কর্মচারী মাঝরাতে রাস্তায় বেরিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন।