আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

উইক্রেনের পাশেই আমেরিকা, রোমানিয়ায় এয়ারবেস ঘুরে দেখলেন মার্কিন ফার্স্ট লেডি

May 7, 2022 | < 1 min read

তিনি এলেন, দেখলেন এবং মন জয় করলেন। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন শুক্রবার ঘুরে দেখলেন রোমানিয়ায় মিহাইল কোগালমিশিয়ানু এয়ারবেস। সেখানে কর্তব্যরত মার্কিন সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘ সময় কাটালেন জিল বাইডেন। ডাইনিং হলে মার্কিন সেনাদের খাবারও সার্ভ করলেন ফার্স্ট লেডি। ঘুরে ঘুরে সব টেবিলে সেনা জওয়ানদের সঙ্গে হাসিঠাট্টা করতে দেখা গেল তাঁকে। হাসিমুখে তাঁদের সঙ্গে ছবি তোলার জন্য পোজও দিলেন।

শুক্রবারই জিল বাইডেন ওয়াসিংটন রোমানিয়ায় আসেন ওই এয়ারবেস পরিদর্শন করতে। কৃষ্ণ সাগরের খুব কাছেই রয়েছে এয়ারবেসটি। ইউক্রেন সীমান্ত থেকে তার দুরত্ব খুব বেশি হলে ১০০ কিলোমিটার। এই এয়ারবেসই এখন প্রায় ১৬০০ মার্কিন সেনার অস্থায়ী ঘরবাড়ি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন পূর্ব ইউরোপের এই প্রান্তে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেন। মার্চ মাস থেকেই এই এয়ারবেসে রয়েছে মার্কিন সেনাবাহিনী।

এয়ারবেসে পা দিয়েই মার্কিন ফার্স্ট লেডি মিশে যান মার্কিন সেনাদের ভিড়ে। তিনি সরাসরি ঢুকে পড়েন এয়ারবেসের ফুড লাইনে। সেখানে তিনি জওয়ানদের হাতে তুলে দেন ম্যাকরনি, চিজ এবং বেকড পটেটো। ওই এয়ারবেসে কেচাপের বড়ই অভাব। তাই জিল বাইডেন সঙ্গে নিয়ে এসেছেন প্রচুর পরিমাণে কেচাপ। তা পেয়ে খুসি মার্কিন সেনারা। সেনাদের উদ্দেশে তিনি বলেন, আমি বুঝতে পারছি, পরিবার ছেড়ে এখানে থাকতে আপানাদের খুব কষ্ট হচ্ছে। আমিও তো এক সন্তানের মা। আমার ছেলে বিউ বাইডেন ইরাকে কাজ করছে। ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছি আপনাদের পরিবারের কষ্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Romania, #Jill Baiden

আরো দেখুন