আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ব্যাপক সংঘর্ষ শ্রীলঙ্কায়, নিহত শাসক দলের সাংসদ, জ্বালিয়ে দেওয়া হল প্রাক্তন মন্ত্রীর বাড়ি

May 9, 2022 | < 1 min read

গণবিক্ষোভ সামলাতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে (Rajapaksa Clash) সোমবার ইস্তফা দিয়েছেন। তার আগে এদিন সরকার পক্ষের সমর্থকরা লাঠি নিয়ে বিরোধীদের ওপরে চড়াও হয়। দেশের নানা প্রান্তে দু’পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়। তার মধ্যে পড়ে শাসক দলের সাংসদ (Rajapaksa Clash) অমরকীর্তি আথুকোরালা নিহত হয়েছেন।

(Rajapaksa Clash) এদিন তিনি গাড়ি চড়ে যাওয়ার সময় নিত্তামবুওয়া অঞ্চলে জনতা রাস্তা আটকায়। সাংসদ গাড়ির ভেতর থেকে গুলি চালান। তাতে দু’জন গুরুতর জখম হয়। পরে ঘটনাস্থল থেকে অমরকীর্তির (Rajapaksa Clash) দেহ উদ্ধার হয়। জানা যায়, মৃত্যুর আগে তিনি স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিতে চেষ্টা করেছিলেন।

কয়েক মাস ধরে প্রবল অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে শ্রীলঙ্কা। দেশে খাদ্য, জ্বালানি ও ওষুধ পাওয়া যাচ্ছে না। এদিন প্রধানমন্ত্রীর মুখপাত্র রোহন ওয়েলিউইতা বলেন, ৭৬ বছর বয়সী মাহিন্দা রাজাপক্ষে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। মাহিন্দার ছোটভাই গোতাবায়া রাজাপক্ষে দেশের প্রেসিডেন্ট পদে আছেন। তিনি ঘোষণা করেছেন, এই সংকটের পরিস্থিতিতে তৈরি হবে সর্বদলীয় সরকার।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Sri Lanka, #Sri Lanka Crisis

আরো দেখুন