রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ৫০, মৃত্যুহার কমে ১.০৫ শতাংশ

May 13, 2022 | < 1 min read

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫০ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৮ হাজার ৭৬৩। তবে ধারা বজায় রেখে শুক্রবারও বাংলায় করোনা আক্রান্ত কেউই প্রাণ হারাননি। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০৫ শতাংশ। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৩ জনের।

গত ২৪ ঘণ্টায় সুস্থতা বেড়েছে কিছুটা। শুক্রবার করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪১ জন। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৭ হাজার ১৫৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৯৩ শতাংশ।

২০২০ সাল থেকে করোনার দাপটে ত্রস্ত দেশ। ব্যতিক্রম নয় বাংলাও। বিশেষজ্ঞদের মতে, করোনা নিয়ন্ত্রণে রোগীকে শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী কারও সামান্য উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানোর পরামর্শ দিতেন চিকিৎসকেরা। সেই মতো এখনও চলছে পরীক্ষা নিরীক্ষা। একদিনে ৯ হাজার ২৭৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫১ লক্ষ ৫৬ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৫৪ শতাংশ।

ভাইরাস মোকাবিলায় টিকাকরণেও বিশেষ জোর দেওয়া হয়েছে। একদিনে ৭২ হাজার ১৬৯টি ডোজ দেওয়া হয়েছে। প্রিকশন ডোজও চলছে জোরকদমে। রাজ্যে মোট ২৬ লক্ষ ৬৫ হাজার ৯৮৬ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞতা। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে দেওয়া হচ্ছে বিশেষ জোর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal Fights Corona, #Corona, #covid 19

আরো দেখুন