আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

তিন দশক পর ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে এক মহিলা

May 17, 2022 | < 1 min read

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন এলিজাবেথ বোর্নে, ছবি সৌঃ হিন্দুস্তান টাইমস

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন এলিজাবেথ বোর্নে।

গতকাল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ নিয়োগপত্র তাঁর হাতে তুলে দেন। এলিজাবেথের হাত ধরে তিন দশকের বেশি সময় পর দেশটিতে একজন নারী সরকার প্রধান দায়িত্ব নিতে চলেছেন। তিনি এর আগে ফ্রান্সের পরিবেশ, যোগাযোগ ও শ্রম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৬ মে) ফরাসি প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্রাসাদ থেকে এক বিবৃতিতে সরকার প্রধান হিসেবে এলিজাবেথ বোর্নের নিয়োগের বিষয়টি জানানো হয়। ৬১ বছর বয়সী বোর্নে বর্তমান প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের স্থলাভিষিক্ত হবেন।
গত ২৪ এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রঁর দ্বিতীয় মেয়াদে জয়ের পর ফরাসি সরকারে ব্যাপক রদবদল আসবে বলে গুঞ্জন শোনা গিয়েছিল। এর অংশ হিসেবে সরকার প্রধানের পদে পরিবর্তন আনলেন ইমানুয়েল ম্যাক্রঁ।

ফ্রান্সে সর্বশেষ নারী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এডিথ ক্রেসন। তিনি ১৯৯১ সালের মে মাস থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#france, #Élisabeth Borne

আরো দেখুন