বিনোদন বিভাগে ফিরে যান

কোথায় গেল মোদী সরকারের নারী ও শিশু কল্যাণের টাকা? সরব তৃণমূলের শ্রমিক ইউনিয়ন

May 18, 2022 | < 1 min read

মোদী সরকার কেন্দ্রীয় বাজেটে চা বাগানের নারী ও শিশু কল্যাণের জন্য এক হাজার কোটি টাকার প্রস্তাব করেছিল। কিন্তু আজ অবধি সেই টাকার কোন হদিশ নেই। এবার উত্তরবঙ্গের চা বাগান অধ্যুষিত এলাকায় আন্দোলনে নামছে তৃণমূলের চা বাগান শ্রমিক ইউনিয়ন। সূত্রের খরব প্রতিটি চা বাগানে আন্দোলন শুরু হবে।

পাহাড়, তরাই ও ডুয়ার্স মিলিয়ে ৪টি এলাকায় চা শ্রমিকদের বড় জমায়েতের ডাক দেওয়া হয়েছে, বলেও জানা গিয়েছে। এ বিষয়ে এক বেসরকারি সংবাদমাধ্যমকে, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১ হাজার কোটির প্যাকেজের ১ টাকাও এখনও এল না। চা শ্রমিকরা এর জবাব চান। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বাগানে বাগানে আন্দোলন হবে।’

সূত্রের খবর, মঙ্গলবার তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের বৈঠকে ঠিক হয়েছে, কেন্দ্র সরকারের প্রস্তাবিত লেবার কোডকেও আন্দোলনে অস্ত্রের ন্যায় ব্যবহার করা হবে। এ প্রসঙ্গে এক বেসরকারি সাংবাদমাধ্যমে তৃণমূলের শ্রমিক নেতা ঋতব্রত বলেন, ‘ওই লেবার কোড শ্রমিক স্বার্থ বিরোধী। এতে দিনে ৮ ঘণ্টার জায়গায় ১২ ঘণ্টা কাজের কথা বলা হচ্ছে। পাশাপাশি প্রভিডেন্ড ফান্ডের অ্যাকাউন্টের সঙ্গে আধার তথ্য সংযুক্তিকরণের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে শ্রমিকদের হয়রানির মুখে ঠেলে দেওয়া হয়েছে। পরিকাঠামো ছাড়াই কেন কাজ করা হচ্ছে, আমরা এর জবাব চাই।’

TwitterFacebookWhatsAppEmailShare

#RITABRATA BANERJEE, #tmc, #modi govt, #Ministry of Women & Child Development

আরো দেখুন