← আন্তর্জাতিক বিভাগে ফিরে যান
‘একনায়কের মৃত্যু হবে’ কান চলচ্চিত্র উৎসবে চ্যাপলিনের সংলাপ স্মরণ করালেন জেলেনস্কি
৭৫তম কান চলচ্চিত্র উৎসবে এক ভিডিয়ো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি রাশিয়ার আক্রমণে ক্ষত-বিক্ষত ইউক্রেনের পাশে দাঁড়ানোর অনুরোধ করলেন চলচ্চিত্র জগতকে।
Francis Ford Coppola-র ‘Apocalypse Now’ এবং Charlie Chaplin-এর ‘The Great Dictator’-এর প্রসঙ্গে সিনেমার সঙ্গে বাস্তবের সম্পর্কের কথা তুলে ধরেন তিনি।
একনায়কের মৃত্য়ু আর মানুষের ক্ষমতার উত্থানে আশা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।