দেশ বিভাগে ফিরে যান

জ্বালানি তেলের উপর এক্সাইজ ডিউটি কমালো কেন্দ্র, স্বস্তি পাবে সাধারণ মানুষ

May 21, 2022 | < 1 min read

জ্বালানি তেলের উপর থেকে এক্সাইজ ডিউটি কমানোর কারণেই দাম কমল পেট্রল-ডিজেলের। ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

বাজারে লাগামছাড়া মূল্যবৃদ্ধি, তার মধ্যে শেষ পর্যন্ত পেট্রল-ডিজেলের দাম কমালো কেন্দ্র৷ পেট্রলে ৮ টাকা ও ডিজেলে ৬ টাকা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

নতুন দামে পেট্রল-ডিজেল পাওয়া যাবে আগামিকাল রবিবার থেকেই ৷ পেট্রলের দাম লিটার প্রতি ৯ টাকা ৫০ পয়সা কমছে৷ ডিজেলের দাম কমছে লিটারে ৭ টাকা৷ জ্বালানি তেলের উপর থেকে এক্সাইজ ডিউটি কমানোর কারণেই দাম কমল পেট্রল-ডিজেলের৷

শনিবার বিকেলে ধারাবাহিক টুইটে দাম কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তিনি লেখেন, ‘গরিব ও মধ্যবিত্তদের জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে৷ ফরস্বরূপ আগের সরকারের তুলনায় আমাদের জমানায় মূল্যবৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রণে আছে৷’ টুইটে রাজ্যগুলির কাছে শুল্ক কমানোর আবেদন জানিয়েছেন অর্থমন্ত্রী৷

TwitterFacebookWhatsAppEmailShare

#petrol, #petrol diesel, #Fuel Price, #diesel

আরো দেখুন