রাজ্য বিভাগে ফিরে যান

পঞ্চম অর্থ কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ সরকার, নেতৃত্বে অভিরূপই

May 25, 2022 | < 1 min read

বুধবার পঞ্চম অর্থ কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। পুরসভা এবং পঞ্চায়েতগুলির আয়বৃদ্ধির উপায় খুঁজবে এই কমিশন। এই কমিশনের নেতৃত্বে রয়েছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক অভিরূপ সরকার।

অভিরূপ সরকার ছাড়া আছেন আরও চার সদস্য। এদের মধ্যে বর্ণালী বিশ্বাস, আশিসকুমার চক্রবর্তী এবং স্বপনকুমার পাল রাজ্যে সরকারের প্রাক্তন অফিসার। আরেকজন সদস্য হলেন রুমা মুখোপাধ্যায়। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। দেখে নিন সেই বিজ্ঞপ্তি :

রাজ্যের পঞ্চায়েত এবং পুরসভাগুলির আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করযে এই কমিশন। এই কমিশন ঠিক করে দেবে রাজ্যের আয়ের কত অংশ পেতে পারে পুরসভা বা পঞ্চায়েতগুলি। কমিশন এই পঞ্চায়েত-পুরসভা কীভাবে নিজেদের আয় বৃদ্ধি করবে, তাই নিয়েও পরামর্শ দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#finance commission, #west bengal government, #Abhirup Sarkar, #West Bengal Govt

আরো দেখুন