বাংলাতে থেকেই কাজ করবেন, কেন্দ্রীয় নেতৃত্বকে কার্যত চ্যালেঞ্জ দিলীপের
রাজ্য রাজনীতিতে দিন ফুরোলো দিলীপের, এবার বাংলা ছাড়া হচ্ছেন দিলীপ ঘোষ। এখন থেকে বাংলার বাইরের আট রাজ্যের সাংগঠনিক দায়িত্ব সামলাতে হবে দিলীপকে। দিন দুয়েক আগে এমনই ফরমান এসেছিল দিল্লি থেকে। দিলীপের এই দায়িত্ব লাভ আদৌ কি রাজনৈতিক উত্তরণ না কি কৌশলে বাংলা থেকে সরিয়ে দেওয়া হল দিলীপকে, এই প্রশ্ন তুলেছিল রাজনৈতিক মহল।
কিন্তু দিলীপ আছেন দিলীপেই। কার্যত দলের কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ঘোষণা করে দিলেন, বাংলাতে বসেই কাজ করবেন তিনি। এই রাজ্য থেকে ভার্চুয়ালি দায়িত্বপ্রাপ্ত রাজ্যগুলির কাজ সামলাবেন তিনি। সংবাদমাধ্যমকে দিলীপ জানান, ‘কোথাও যাচ্ছি না, বাংলাতেই থাকছি। প্রথমে এক-দু’বার যাব। কাজ শুরু করে দিয়ে আসব। এখানে বসে থেকেই যা করার করব। সবই তো ভার্চুয়ালি হবে। যা রিপোর্ট নেওয়ার অ্যাপের মাধ্যমেই পেয়ে যাব।’
প্রসঙ্গত, বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দিলীপ। এ নিয়ে রাজ্য বিজেপির নেতারা বিভিন্ন সময়ে দফায় দফায় কেন্দ্রীয় নেতাদের কাছে তার নামে নালিশ করেছে, তেমনই জেপি নড্ডা, অমিত শাহেরাও দিলীপকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন।
মে মাসের গোড়ায় রাজ্যে আসেন শাহ, রাজ্যের প্রধান নেতাদের নিয়ে বৈঠকও করেন। যদিও সেখানে ডাক পাননি দিলীপ। তাতেই স্পষ্ট হয়ে যায় দিল্লির নেতাদের কাছে দিলীপ এখন দুয়োরাণি।