রাজ্য বিভাগে ফিরে যান

মমতার বিকল্প তৈরি করতে ব্যর্থ বিজেপি, অকপট দিলীপ

May 29, 2022 | < 1 min read

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প তৈরি করতে ব্যর্থ হয়েছে বিজেপি। আর এই কারণেই ২০২১ এর বিধানসভা নির্বাচনে এই শোচনীয় পরাজয় হয়েছে। এমনটাই মনে করেন দিলীপ ঘোষ। একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে এই কথা বলেন দিলীপ।

বিধানসভা নির্বাচনে খারাপ ফল করার পিছনে বড় কারণ হিসেবে এই তত্ত্বই বলছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপের কথায়, ‘‘রাজ্যে আমাদের ব্যর্থতা যে আমরা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প দিতে পারিনি। যেটা অন্য রাজ্যে পেরেছি। এখানে অক্ষমতা রয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘রাজ্যের মানুষ একটা দলকে বড় শক্তি দিতে চেয়েছে, যাতে সরকার ভাল ভাবে কাজ করতে পারে। বাংলার মানুষের কাছে কোনও বিকল্প নেই।’’

চিরকাল স্পষ্ট হিসেবে পরিচিত দিলীপ ঘোষ। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে থাকেন তিনি। তাঁর রোষানলে পড়তে হয়েছে দলের বর্তমান রাজ্য নেতৃত্বকেও। খড়গপুরের সাংসদ দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, সুকান্ত মজুমদারের কোনও অভিজ্ঞতা নেই। তাঁর নতুন মন্তব্যে আরো বিড়ম্বনায় পড়তে হল বিজেপিকে।

অকপট দিলীপ বলেন, বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির খামতি ছিল। তাঁর কথায়, বলেন, ‘‘আমি নাম ধরে ধরে কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি কাদের জন্য ভরাডুবি হয়েছে। কী কী কারণে আমাদের ভুল হয়েছে সেটাও জানিয়েছি।’’ তিনি আরো বলেন, অন্য রাজ্যে যা করেছে, সেটা বাংলাতে কাজে আসেনি। আর তাই দুশো আসন জেতার স্বপ্ন দেখলেও ৭৭ এ আটকে যায় গেরুয়া রথ।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #dilip ghosh, #West Bengal, #Mamata Banerjee, #bjp

আরো দেখুন