জীবনশৈলী বিভাগে ফিরে যান

মহিলাদের ওপর কেমনভাবে প্রভাব বিস্তার করে নীলছবি?

May 30, 2022 | 2 min read

পর্নোগ্রাফি দেখা নিয়ে অনেক সমীক্ষা হয়েছে, ছবি সৌজন্যেঃ medicalnewstoday

পর্নোগ্রাফি দেখা নিয়ে অনেক সমীক্ষা হয়েছে, চলছেও। জানা যায় ইন্টারনেটে পর্ণোগ্রাফি নিয়ে প্রতিদিন অন্তত ৭ কোটি সার্চ হয়।

পুরুষদের পর্নোগ্রাফি দেখার ব্যাপারে প্রচুর লেখালেখি হয়। ২০০০ সালের দিকে, পুরুষদের ২ থেকে ৫% যৌন অক্ষমতার জন্যে পর্নোগ্রাফিকে দায়ী করা হতো। বর্তমানে এই হার প্রায় ৩০%।

কিন্তু মহিলাদের ওপর পর্নোগ্রাফি কী ধরনের প্রভাব ফেলে?

৪৭% মহিলা গত মাসে পর্নোগ্রাফিতে আসক্ত, ছবি সৌজন্যেঃ Getty Images

কিছুদিন আগে ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রায় ১,০০০ মানুষের ওপর সমীক্ষা করা হয়েছিল। তাদের মধ্যে ৪৭% মহিলা গত মাসে পর্নোগ্রাফি দেখেছেন এবং যারা মনে করেন তারা হয়তো পর্নোগ্রাফিতে কিছুটা হলেও আসক্ত, তাদের সংখ্যা ১৪%।

যৌন ইচ্ছা ও শারীরিকভাবে জেগে ওঠার বিষয়ে পর্নোগ্রাফির একটা প্রভাব রয়েছে, ছবি সৌজন্যেঃ timesofindia

আরেকটি সমীক্ষায় দেখা গেছে দেখা গেছে পর্নোগ্রাফি দেখলে যৌনমিলনের সংখ্যার কোনো তারতম্য হয় না। কিন্তু যৌন ইচ্ছা ও শারীরিকভাবে জেগে ওঠার বিষয়ে পর্নোগ্রাফির একটা প্রভাব রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

অনেক মহিলাই মনে করেছেন পর্নোগ্রাফি দেখার মধ্যে খারাপ কিছু নেই, ছবি সৌজন্যেঃ Antonio Guillem/Getty

একটি সমীক্ষায় অনেক মহিলাই মনে করেছেন পর্নোগ্রাফি দেখার মধ্যে খারাপ কিছু নেই। আশ্চর্যের কথা, এসব পর্ণোগ্রাফি তে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরাই এমনই আচরণ করছে যেন তাদের লক্ষ্য হচ্ছে মহিলাদের দাবিয়ে রাখা এবং, মহিলারা এসব দেখে আনন্দ পাচ্ছে বলেই এমনটাই সেই পর্নোগ্রাফিতে দেখানো হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Porn, #Pornography, #sex tips

আরো দেখুন