আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

মোনালিসাকে কেক ছুঁড়ে মারলেন ‘বৃদ্ধা’, ভাইরাল ভিডিও

May 31, 2022 | < 1 min read

লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ‘মোনা লিসা’কে কেক ছুড়ে মারলেন এক পরিবেশপ্রেমী। বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে থাকার ফলে এ যাত্রায় কোনও ক্ষতি হয়নি যুগান্তকারী এই শৈল্পিক নিদর্শনের। তবে রেনেসাঁস পর্যায়ের অন্যতম সেরা সৃষ্টির ওপর এহেন আক্রমণের ভিডিয়ো অচিরেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওয় দেখা যাচ্ছে, মোনা লিসার সামনে দর্শকদের উপচে পড়া ভিড়। তার মধ্যে ছিলেন হুইলচেয়ারে বসা এক ‘বৃদ্ধা’ও। হঠাৎ লাফিয়ে উঠলেন তিনি, মোনা লিসাকে লক্ষ্য করে কেক ছুঁড়ে মারলেন। ছবির সামনে বুলেটপ্রুফ কাচে গিয়ে পড়ে সেই কেক। তারপরই সেই কাচটায় কেকের ক্রিম লাগিয়ে দিলেন তিনি। এরপর তার আশেপাশে যে দর্শকরা ছিল, তাদের দিকে গোলাপফুল ছুঁড়তে থাকেন এই মহিলা।

মুহুর্তের মধ্যে সেখানে চলে আসে নিরাপত্তারক্ষীরা। ধরা পড়েন সেই ‘বৃদ্ধা’। যদিও, পড়ে যান যায়, বৃদ্ধা নয়, ইনি এক জন কম বয়সি পুরুষ। মাথায় পরচুলা ও টুপি পরে এসেছিলেন। ল্যুভ্‌র মিউজ়িয়ামে খাবার নিয়ে ঢোকা নিষিদ্ধ। তাই, কড়া নিরাপত্তা বেষ্টনীর চোখে ধুলো দিয়ে এই ব্যক্তি কী ভাবে কেক নিয়ে ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Viral video, #Cake, #Monalisa painting

আরো দেখুন