আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

অর্থনৈতিক সঙ্কটে জেরবার শ্রীলঙ্কার পাশে দাঁড়াচ্ছে বিশ্বব্যাঙ্ক

May 31, 2022 | < 1 min read

দেশে নেই বিদ্যুৎ, রান্নার গ্যাস, গাড়ির জ্বালানি, এমনকি পর্যাপ্ত খাদ্যও। এহেন অবস্থায় শ্রীলঙ্কার ত্রাতার ভূমিকায় সাহায্যের হাত বাড়িয়ে দিলো বিশ্বব্যাঙ্ক। আশ্বাস পাওয়া গেছে যে প্রায় ৭০ কোটি মার্কিন ডলার সাহায্য হিসেবে পাবে শ্রীলঙ্কা, দেশের চূড়ান্ত অর্থনৈতিক সঙ্কটে মাথা তোলবার সুযোগ পাবে এই দ্বীপরাষ্ট্র।

অর্থনৈতিক সঙ্কটে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রাভাণ্ডার শূন্য হয়ে গেছে, আমদানি করা সে দেশে কিছু আনা সম্ভব হচ্ছে না। বাড়ছে ঋণের বিপুল বোঝা। এই পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্রটির পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশ ভারত। পাঠানো হয়েছে এক জাহাজভর্তি ৩৬,০০০ মেট্রিকটন পেট্রল এবং ৪০,০০০ , মেট্রিকটন ডিজেল।

মাহিন্দা রাজাপক্ষের অপসারণের পর প্রধানমন্ত্রী দায়িত্বে এসেছেন রনিল বিক্রমসিংহে। এর পড়ি জানা গেছে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং রাষ্ট্রসঙ্ঘের সঙ্গে একসাথে শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে চলেছে বিশ্বব্যাঙ্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

#world bank, #Sri Lanka

আরো দেখুন