রাজ্য বিভাগে ফিরে যান

দিলীপের মুখে কুলুপ লাগাল কেন্দ্রীয় নেতৃত্ব, কটাক্ষ বাবুলের

June 1, 2022 | < 1 min read

গরুর দুধে সোনা থেকে অমর্ত্য সেনকে অপমান, বার বার বিতর্কের শিরোনামে এসেছে বঙ্গবিজেপির সাংসদ তথা প্রাক্তন বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। এবার তারই মুখে লাগাম লাগাল দলেরই কেন্দ্রীয় নেতৃত্ব। সংবাদমাধ্যমের কাছে যাতে তিনি মুখ না খোলেন, তার জন্য তাকে বিশেভাবে সতর্ক করা হয়েছে দলের তরফে।

আর এই ইস্যুতে প্রাক্তন সহকর্মীকে বিঁধতে ছাড়লেন না বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। দিলীপকে খোঁচা দিয়ে বাবুল টুইট করেন, ‘দিলীপ ঘোষ ভার্বাল ডায়ারিয়ার রোগী। তাঁর কোনও লজ্জা নেই, চিকিৎসাও নেই।’

বর্তমান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সম্পর্কে ইদানিং বারবার মুখর হয়েছেন দিলীপ। একাধিকবার তিনি বলেন সুকান্ত দল চালাতে অযোগ্য। দলের কেন্দ্রীয় নেতৃত্বকে রেয়াত করেননি তিনি। একুশের পরাজয়ের দায় চাপিয়েছেন তাদের ওপর।

কিছুদিন আগেই দিলীপ ঘোষকে বাংলার বাইরে বেশ কিছু রাজ্যের দায়িত্ব দিয়েছে বিজেপি। রাজনৈতিক মহলের ধারণা, বাংলার রাজনীতি থেকে দূরে রাখতেই নির্বাসন দেওয়া হল তাঁকে। যদিও, একরোখা দিলীপবাবু স্পষ্ট জানিয়ে দেন, তিনি বাংলা থেকে ভার্চুয়ালি কাজ করবেন।

এসবের পরই শাস্তি স্বরূপ যে দিলীপকে সতর্ক করা হল, সেটা বলাই বাহুল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #dilip ghosh, #Babul Supriyo

আরো দেখুন