বিনোদন বিভাগে ফিরে যান

অপরাজিত ছবির প্লট ধার করা! বিস্ফোরক অভিযোগ অনীক দত্তর বিরুদ্ধে

June 5, 2022 | < 1 min read

অপরাজিত (Aparajito)। না সত্যজিৎ রায়ের তৈরি ছবি নয়। সমনামি আরেকটি ছবি যা বাংলার বক্স অফিস মাতাচ্ছে গত এক মাস ধরে। দেশে, বিদেশে লোকমুখে এই ছবির সুনাম। কিন্তু, এবার প্লট চুরির অভিযোগ উঠল পরিচালক অনীক দত্তর (Anik Dutta) বিরুদ্ধে।

অপরাজিত ছবির ভাবনা কি মৌলিক? নাকি অন্যের ভাবনা ধার করে তৈরি করেছেন অনীক দত্ত? এই প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কুণাল ঘোষ টুইট করে লেখেন, ‘অপরাজিত’ ছবিটি কি মৌলিক ভাবনা? ২০১২ সালে নথিভুক্ত ‘পথের পাঁচালী’ তৈরির ছবিটির শুটিং চলছে। নানা কারণে দেরি। এক থিমে ছবি। জেনে নাকি না জেনে? প্রচারের চাপে আসল টিম কোণঠাসা? তাঁদের ছবির কাজ চলছে। সেই ছবিটিও মুক্তি পাবে। টলিউড, থিম কি হাইজ্যাকড হল? তদন্ত হোক।’

কুণাল বাবুর বক্তব্য, ২০১২ সালে রাজ্যের পুলিশমহলের একাংশ সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানোর জন্য একটি ছবির রেজিস্ট্রেশন করেন। নানা কারণে সেই ছবির কাজ এগোয়নি। কিন্তু একই ভাবনা নিয়ে তৈরি আরেকটি ছবি মুক্তি পেয়ে গেল। অথচ সেই ছবির কলাকুশলী বা প্রযোজনা সংস্থার সঙ্গে কোনও যোগাযোগ বা আলোচনা করা হল না।

এই বিষয়ে তদন্ত দাবি করেছেন কুণাল ঘোষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Aparajito, #Kunal Ghosh, #Anik Dutta

আরো দেখুন