আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

চট্টগ্রামে রাসায়নিকের গুদামে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৩২

June 5, 2022 | < 1 min read

বাংলাদেশের চট্টগ্রামে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন অন্তত ৩২ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন দেড়শোর বেশি মানুষ। ডিপোর কর্মীর পাশাপাশি উদ্ধারকাজে আসা পুলিশ এবং দমকলের কর্মীরাও আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে এই ডিপোয় বিস্ফোরণ হয়। সেখান থেকে আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে। মনে করা হচ্ছে, ডিপোয় একটি কন্টেনারে মজুত রাসায়নিক থেকেই বিস্ফোরণ ঘটেছে। স্থানীয়দের মতে, পর পর বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এর তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের বেশ কয়েকটি বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে।

কোথা থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এই ঘটনার তদন্তের জন্য ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chittagong, #Bangladesh Depot Blast

আরো দেখুন