KK বিতর্কের মাঝেই ফের মঞ্চে রূপঙ্কর! হিট না ফ্লপ সেই অনুষ্ঠান?
KK-র মৃত্যুর পর কাটেনি এক সপ্তাহও। তাঁর মৃত্যুকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, রেশ রয়ে গেছে সেই আগুনেরও। আর এই বিতর্কের জেরে এতদিন গা ঢাকা দিয়ে থাকার পর আবার জনসমক্ষে এলেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। রবিবার কলকাতার বুকে অনুষ্ঠান করলেন শিল্পী।
রবিবার সন্ধ্যায় সম্পূর্ণ পুলিশি প্রহরায় রবিবার সন্ধ্যায় তিনি পৌঁছন দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে। সেখানে নগন্য সংখ্যক দর্শকদের সামনে গাইলেন তিনি। শ্রোতাদের পছন্দ অনুযায়ী গানও করলেন রূপঙ্কর। ধন্যবাদ জানালেন সকলকে। স্পষ্টতই, বাঙালি শ্রোতা যে এখনও রূপঙ্করকে ক্ষমা করেনি, টা বোঝা গেল রবিবার।
৩১ মে বিকেলবেলা ফেসবুকে লাইভে এসে সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী বলেছিলেন, “হু ইজ দিস কেকে ম্যান!” সমাপতনই হোক বা অন্যকিছু, সেদিন কলকাতার নজরুল মঞ্চে সঙ্গীতানুষ্ঠানের পর প্রয়াত হন কেকে। তারপর সমাজ মাধ্যমে রূপঙ্করের বিরুদ্ধে ছড়িয়ে পরে জনরোষ।
এমতবস্থায় সস্ত্রীক সাংবাদিক বৈঠক করে তাঁর ফেসবুক লাইভের জন্য সবার কাছে ক্ষমা চান রূপঙ্কর। কিন্তু মানুষ কি তাঁকে এত সহজে ক্ষমা করবে? সময়ই বলবে।