উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ফের উত্তরবঙ্গে সক্রিয় কেএলও! হুমকি মুখ্যমন্ত্রীকে, প্রশংসা বিজেপির

June 6, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ news 18 bangla

উত্তরবঙ্গে ফের সক্রিয় কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও। রবিবার সংগঠনের প্রশিক্ষণের ভিডিও প্রকাশ করে এই জঙ্গি সংগঠন। ভিডিওতে দেখা যায়, ছেলেদের পাশাপাশি মেয়েরাও প্রশিক্ষণ নিচ্ছে কেএলও-র গোপন ডেরায়। দৃষ্টিভঙ্গি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

এদিন কেএলও প্রধান জীবন সিংহ একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। তবে প্রশংসা শোনা যায় বিজেপির এমপি তথা কেন্দ্রীয় মন্ত্রী, জন বারলা, নিশীথ প্রামাণিক(Nisith Pramanik) ও ডাঃ জয়ন্ত রায়ের। উল্লেখ্য, এই সকল বিজেপি জন প্রতিনিধি নানা সময়ে বাংলা ভাগের ডাক দিয়েছেন।

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই ভিডিও বার্তায় হুমকি দিলেন কেএলও প্রধান। মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গের মাটিতে পা রাখতে না করে জীবনের হুমকি, যদি কোচ-কামতাপুরের বাসিন্দাদের ওপর আক্রমণ বন্ধ না করা হয় তাহলে ‘রক্তগঙ্গা’ বইবে।

তিনি বলেন, “কোচ কামতাপুরের পা দেবেন না। এই মাটির উপরে আমাদের অধিকার আগে। পশ্চিমবঙ্গ সরকার যদি তার অধিকার কামতাপুরের উপরে চাপিয়ে দেয় তাহলে তার পরিণাম ভয়ঙ্কর হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #KLO, #Mamata Banerjee, #bjp

আরো দেখুন