বিজেপি শাসিত ডবল ইঞ্জিন কর্ণাটকে বিষজল খেয়ে প্রাণ হারালেন তিনজন, অসুস্থ ৬০
কর্ণাটকের রায়চুর জেলায় পানীয় জলে বিষক্রিয়ার জেরে প্রাণ হারালেন তিন জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিনজন। অসুস্থ কমপক্ষে ৬০ জন। ইতিমধ্যেই মর্মান্তিক দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেছে কর্ণাটক সরকার। এই ঘটনায় গাফিলতির অভিযোগে এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে।
এপ্রসঙ্গে অনুমান করা হচ্ছে, প্রবল বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পানীয় জল সরবরাহকারী লাইন। সেই কারণেই নোংরা জল মিশেছে পানীয় জলের সঙ্গে। সেই বিষাক্ত জল পান করেই অসুস্থ হয়ে পড়েছেন বলে ধারণা। তাঁদের সকলকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে প্রশ্ন উঠছে, সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা নিজেদের দায় ঝেড়ে ফেলছেন কেন? সেই কারণেই পুরো ঘটনার দায় চাপানো হয়েছে ওই জুনিয়র ইঞ্জিনিয়ারের উপরে। আঙুল উঠছে বিজেপিশাসিত কর্ণাটক সরকারের দিকেও।
প্রসঙ্গত, রায়চুর জেলায় বরাবর পানীয় জলের সমস্যা বহুদিন থেকেই রয়েছে।